বাংলারজমিন

কালিয়াকৈরে পৌরসভার ময়লায় ধ্বংস হচ্ছে বন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

১৪ জুন ২০২১, সোমবার, ৮:৪১ অপরাহ্ন

বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের পাশেই বনের জমিতে পৌরসভার আবর্জনা ফেলে বন ধ্বংস করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নিয়মিত যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করা কালিয়াকৈর পৌরসভার নিত্যনৈমিত্তিক ঘটনা। এবার পৌর কর্তৃপক্ষের কুনজর পড়েছে বন বিভাগের দিকে। কালিয়াকৈর রেঞ্জের পাশেই ছিল সাবলীল শালবন। ছিল সারি সারি গজারি। গত কয়েক মাসেই শ’ শ’ গাছ ধ্বংস করেছে কালিয়াকৈর পৌরসভার আবর্জনার স্তূপ।
স্থানীয়দের অভিযোগ ঝুট ব্যবসায়ীরা বন ধ্বংস ও দখলের উদ্দেশ্যে কালিয়াকৈর পৌরসভার সঙ্গে গোপন আঁতাত করেছে। আবর্জনার স্তূপ জমিয়ে রাখলে খুব তাড়াতাড়ি গজারি গাছ মারা যায়। পরে সেখানে অগ্নিসংযোগ করে বনের মূল্যবান সম্পদ দখল করে একদল সুবিধাভোগী। সূত্র আরও জানায়, কালিয়াকৈর রেঞ্জের অদূরে বনের জমি দখল করে গড়ে উঠেছে বেশ কয়েকটি ঝুটের গোডাউন। ক্ষমতাসীন দলের এসব গোডাউনের মালিকেরা গোপনে চুক্তিকরে পৌরসভার আবর্জনা বনের জমিতে ফেলছে। কালিয়াকৈর পৌরসভা সূত্রে জানা যায়, নামে বেনামে কিছু সংখ্যক কন্ট্রাকটর রয়েছে ময়লা ফেলার জন্য। বিভিন্ন দলের নাম ভাঙিয়ে তারা পৌরবাসীকে জিম্মি করে মাসিক টাকার বিনিময়ে এসব ময়লা অসাধু ওইসব ঝুট ব্যবসায়ীদের নির্ধারিত বনের জমিতে ফেলছে।
এ ব্যাপারে কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বলেন, ওখানে পৌরসভার ময়লা ফেলা হয় না। একটি সিন্ডিকেট ময়লা নিয়ে ঝুটের মতোই রাজনীতি করে। আমরা সেসব নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এ ব্যাপারে চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বলেন, কে বা কারা রাতের আঁধারে এসব ময়লা ফেলে যাচ্ছে। তবে আমাদের বনের ক্ষতি হচ্ছে। শুনেছি ওসব পৌরসভার ময়লা। এ ব্যপারে মেয়র মহোদয়কে লিখিত আকারে জানানো হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status