বিশ্বজমিন

ইসরাইলে ৭ হাজার বছরের পুরনো সিল আবিষ্কার

মানবজমিন ডেস্ক

১৩ জুন ২০২১, রবিবার, ১০:১৯ পূর্বাহ্ন

ইসরাইলে প্রায় ৭ হাজার বছর আগের সিল আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। কাদামাটি বা মোম দিয়ে তৈরি এসব সিল বিভিন্ন জিনিসের ওপর সিলমোহর করতে ব্যবহার করা হতো। এ খবর দিয়ে অনলাইন লাইভ সায়েন্স বলছে, এসব সিল বিভিন্ন পণ্যের ব্যবসায় ব্যবহার করা হতো। পণ্য বিক্রি বা ডেলিভারি দিতেও এর ব্যবহার ছিল। এমনকি কোন গুদামঘর বন্ধ করতেও এসব সিল ব্যবহার করা হতো। ইসরাইলের বেইত শিন ভ্যালিতে প্রাগৈতিহাসিক একটি গ্রাম তেল সাফ। ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ওই গ্রামে খনন কাজ করেন গবেষকদের একটি দল। সেখানেই প্রায় ১৫০টি অন্যান্য জিনিসের সঙ্গে আলোচ্য সিল আবিস্কার করেন তারা। জেরুজালেম পোস্টের মতে কাদামাটিতে তৈরি যেসব সিল আবিস্কার করা হয়েছে তাতে কোন প্রিন্ট বা ছবি ছিল না। তবে একটিতে ছিল দুটি ভিন্ন রকম জ্যামিতিক শেপ বা আকৃতি। পুরোপুরি বিশ্লেষণের পর এসব সিল আবিস্কারকে ওই অঞ্চলে সবচেয়ে পুরনো সিল বলে শনাক্ত করেছেন প্রত্নতত্ত্ববিদরা। প্রাগৈতিহাসিক সময়ের লোকজন এসব সিল বা ‘বুল্লা’ ব্যবহার করতেন কোনো চিঠিতে স্বাক্ষর করতে এবং সেই চিঠি বন্ধ রাখতে, যাতে তা বাইরের কেউ পড়তে না পারেন। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের প্রফেসর ও সিনিয়র লেখক ইউসেফ গারফিনকেল বলেছেন, অবৈধ প্রভাব বিস্তার বা চুরি রোধে এখনও এ ধরনের সিল ব্যবহার করা হয়। দেখা যাচ্ছে এখন থেকে ৭০০০ বছর আগে ভূমি মালিকরা এবং স্থানীয় প্রশাসকরা তাদের সম্পদ রক্ষা করার জন্য এসব সিল ব্যবহার করতেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status