অনলাইন

চট্টগ্রামে সাবেক মন্ত্রী-পুত্রের বাড়ির অবৈধ ২২ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১৩ জুন ২০২১, রবিবার, ১০:১০ পূর্বাহ্ন

সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী  এবং  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে নেয়া ২২টি গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
শনিবার (১২ই জুন) ও এর আগের দিন দুদকের দায়ের করা মামলার প্রেক্ষিতে নগরীর চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক নূরুল আবসার সিকদার বলেন, শুক্রবার ও শনিবার কেজিডিসিএল’র বিপণন বিভাগের কর্মকর্তারা ওই বাড়ির গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এর মাধ্যমে বাড়ির ২২টি গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এ জালিয়াতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ইতিমধ্যে দুদক ব্যবস্থা নিচ্ছে।
প্রসঙ্গত, দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান এবং গ্রহণের দায়ে গত বৃহস্পতিবার নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এই মামলায় ওই দিনই অভিযান চালিয়ে কেজিডিসিএল’র ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status