অনলাইন

বঙ্গবন্ধু সেতুতে বাস-লরির সংঘর্ষে আগুন, নিহত ২, উভয় পাশে দীর্ঘ যানজট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১৩ জুন ২০২১, রবিবার, ৯:৫২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সেতুর ওপর বাসের সঙ্গে সংঘর্ষের পর লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন। সংঘর্ষের ঘটনায় লরিতে আগুন লেগে যায় বলে জানায় কর্তৃপক্ষ। পরে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেতুর দুইপাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।
শনিবার (১২ জুন) দিবাগত রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এ ঘটনা ঘটে। এতে লরিতে থাকা দুইজন আগুনে পুড়ে ঘটনাস্থলে নিহত হয়।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্র জানায়, রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি লরিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে লরিটি উল্টে গিয়ে আগুন ধরে গেলে দুইজন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হয় ৭ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া দুইজনের মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপশ্চিম থানার উপ-পরিদর্শক আরিফুল রহমান জানান, দুর্ঘটনায় কবলিত  পরিবহন দুটি উদ্ধারের পর সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এরআগে সেতুর উপর গাড়িতে আগুন লাগায় সেতুর দুইপাশের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুপশ্চিম টোলপ্লাজা হতে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে একলেনে যানজট রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর উপর আগুন লাগার ঘটনার পর থেকেই মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। সকালের পর কিছুটা গাড়ির চাপ কমেছে। ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেশি রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status