বাংলারজমিন

পাকুন্দিয়া মডেল মসজিদে প্রথম জুমায় মুসল্লির ঢল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১২ জুন ২০২১, শনিবার, ৯:১৪ অপরাহ্ন

 কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবনির্মিত পাকুন্দিয়া মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জুমার নামাজ আদায় করতে মুসল্লির ঢল নামে। জুমার নামাজ পড়তে আসা বেশির ভাগ মুসল্লি মাস্ক পরে এলেও জায়গার অভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার পরই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামাজ আদায় করতে মসজিদটিতে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। দেখতে দেখতে মসজিদের পুরো অংশই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নিচতলা ও উপরের তলায় হাজারো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সোলায়মান কবির। খুতবার আগে নবনির্মিত এ মডেল মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. বাবুল আহমেদ ও সাবেক পৌর কাউন্সিলর তরীকুল ইসলাম আসাদ প্রমুখ। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি পাকুন্দিয়া মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রসহ সারা দেশের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status