বাংলারজমিন

সিলেটে মুসল্লিদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেন মেয়র আরিফ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১২ জুন ২০২১, শনিবার, ৮:১০ অপরাহ্ন

সিলেট সিটি করপোরেশন কর্তৃক নগরীর হযরত মানিক পীর (রহ.) গোরস্থানে হাজারো মানুষের কবর খুঁড়ে গার্ডওয়াল নির্মাণের প্রতিবাদে এবং কবরস্থানকে হাঁটাচলা ও পার্কিং প্লেস হিসেবে উন্মুক্ত ব্যবহারের জন্য ছেড়ে দেয়ার প্রতিবাদে গতকাল বাদ জুমা টিলার পাদদেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের সচেতন নাগরিক সমাজ এই অবস্থান কর্মসূচির আয়োজন করে। আয়োজকরা সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে তিনি উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। মেয়র আরিফ বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে গার্ডওয়ালের বাইরে যেসব কবর যাচ্ছে সেগুলো বহাল রাখা হবে। কোনোভাবেই এখানে কোনো পার্কিং প্লেস বা রাস্তা নির্মাণ করা হবে না। শুধুমাত্র বর্তমান সীমানা দেয়ালের লাগোয়া একটি সরু রাস্তা নির্মাণ করা হবে মরদেহ ট্রলি বা কফিন বক্স নেয়ার সুবিধার জন্য। যে রাস্তাটি মূল সীমানার ভেতরে থাকবে। এ সময় আন্দোলনকারীদের পক্ষে তারেক আহমদ চৌধুরী ও মিসবাহ উদ্দীন আহমদ বলেন, আমরা চাই আমাদের স্বজনদের কবরের পবিত্রতা রক্ষা হোক। গার্ডওয়ালের নামে কবরগুলো খুঁড়ে ক্ষতি যা করার করা হয়েছে। এখন আমাদের দাবি গার্ডওয়ালের বাইরে থাকা কবরসমূহকে মূল সীমানার ভেতরে রাখা। মেয়র আমাদের দাবি মেনেছেন। বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী তিনি নাগরিক সমাজের সর্বোচ্চ আবেগকে সম্মান জানাবেন। মহানগর যুবলীগ নেতা তারেক আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা নুরুল হুদা চৌধুরী কয়েস, সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমদ, ব্যবসায়ী জুনেল আহমদ। নাগরিক সমাজের পক্ষে উত্তর কাজীটুলা এলাকার বাসিন্দাদের মধ্যে ছিলেন স্বাধীন আহমদ, রুহেল আহমদ, ছাঈম আহমদ, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবদুল আহাদ এলিছ, সহ-সভাপতি জামিল আহমদ, রাসেল আহমদ, ব্যবসায়ী কামরুজ্জামান চৌধুরী পারেছ, আলী হায়দার মজনু, সায়েম আহমদ, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম সৌমিক, মিশফাক আহমদ মিশু, সারওয়ার হোসাইন, কাজী রিফাত আহমদ, প্রবাসী আফজাল হোসেন, ব্যবসায়ী জাকারিয়া হোসাইন, রাশেদ আহমদ, মিফতাহ উদ্দিন মিয়াদ, পাবেল আহমদ, ইসলাম উদ্দিন পুষ্প, দিলওয়ার হোসেন, মিনহাজ উদ্দিন আহমদ, মাসুদ আহমদ, মাহফুজ আহমদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status