শেষের পাতা

কিশোর গ্যাংয়ের নারীর ফাঁদ

রুদ্র মিজান

১৯ মে ২০২১, বুধবার, ৯:৪০ অপরাহ্ন

প্রতীকী ছবি

হঠাৎ করেই তরুণীর কল। একদিন আগে পরিচয় হওয়া মধ্যবয়সী পুরুষের সঙ্গে নৌকা ভ্রমণে যেতে চান তিনি। সঙ্গে তার কয়েক বন্ধু। এজন্য প্রস্তুত তরুণী। ভাইয়া সম্বোধন করে ওই ব্যক্তিকে যেতে বলেন মিরপুর বেড়িবাঁধের বটতলা এলাকায়। সেখানে যাওয়ার পরই বদলে যায় তাদের রূপ। অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নেয় তারা। হুমকি দেয়া হয় এ নিয়ে থানায় অভিযোগ করলে বা কোনো ধরনের ঝামেলা করলে নারী সংক্রান্ত বিষয়ে ফাঁসিয়ে দেয়া হবে। এই চক্রের সদস্যরা কিশোর ও সদ্য তরুণ-তরুণী। রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় এরকম বিভিন্ন গ্যাং। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব গ্যাংয়ের সদস্যরা জিম্মি ও ছিনতাইয়ের সুবিধার্থে ব্যবহার করছে তরুণীদের। এরকম একটি গ্যাংয়ের শিকার হয়েছেন মিরপুরের এক বাসিন্দা। ভুক্তভোগী ওই ব্যক্তি জানান, রোববার বিকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বেড়াতে যান তিনি। ওই সময় সেখানে নিজের ছবি তুলতে গিয়ে সহযোগিতা নেন এক ব্যক্তির। ঠিক তখন স্বেচ্ছায় এগিয়ে আসেন শার্ট ও জিন্সের প্যান্ট পরিহিত এক তরুণী। মুখ থেকে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ওই ভদ্রলোকের ছবি তুলে দেন তিনি। ওই সময় ওই ব্যক্তির বিভিন্ন তথ্য জেনে নেন। তরুণী নিজেকে মেডিকেলের ছাত্রী পরিচয় দেন। বেশ কিছু সময় গল্প করেন। একপর্যায়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অন্য পাশে আড্ডারত কয়েক তরুণকে নিজের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেন তরুণী। সেদিন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনসমাগম বেশি ছিল না বলে জানান ভুক্তভোগী। ওই সময়ে তরুণী তাকে পরের দিন আসতে বলেন। তখন জমিয়ে আড্ডা দেয়ার কথা জানান। তুরাগ নদীতে নৌকা ভ্রমণের আমন্ত্রণ জানান তরুণী ও তার বন্ধুরা।

পরের দিন দুপুরের পরই ওই তরুণীর কল। জানান, তিনি ও তার বন্ধুরা অপেক্ষা করছেন। নদীতে নৌকায় ভাসবেন আজ। তাদের কথামতো ওই ব্যক্তি বেড়িবাঁধ এলাকায় যান। সেখানে দুই তরুণকে দেখা গেলেও তরুণীর দেখা নেই। তাদের সঙ্গে একটি ব্যাগ। জানান এতে দুপুরের খাবার রয়েছে। কৌশলে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় নির্জন স্থানে। জানান, সেখানে অপেক্ষা করছেন তরুণী। বেড়িবাঁধের নিচে। কিছু বুঝে ওঠার আগেই খাবারের ব্যাগ থেকে একটি ধারালো অস্ত্র বের করে জিম্মি করা হয় তাকে। লুটে নেয়া হয় স্যামসং গ্যালাক্সি কোম্পানির মোবাইল ফোন ও সঙ্গে থাকা কয়েক হাজার টাকা। ভুক্তভোগী ব্যক্তি জানান, এই গ্যাংয়ের সদস্যরা মিরপুর-১ ও শাহআলী এলাকার পরিচিত কিশোর-তরুণ। তাদের বয়স ১৭ থেকে ১৮ বছর।

এদিকে, শাহআলী থানায় গতকাল একটি সাধারণ ডায়রি করেছেন নুরুল ইসলাম খোকন নামে এক ব্যক্তি। থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই কানিজ জানান, একটি মোবাইল ফোন হারানোর বিষয়ে সাধারণ ডায়রি করেছেন তিনি। বেড়িবাঁধ সংলগ্ন শাহআলী থানা এলাকা থেকে মোবাইল ফোনটি কে বা কারা নিয়ে গেছে বলে জানান নুরুল ইসলাম খোকন। তেজগাঁও এলাকা থেকে দেশীয় ওয়ানশুটার গানসহ মাহিন হোসেন হৃদয় ওরফে বিপ্লবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাতে কাওরানবাজারের এক নম্বর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, কাওরানবাজার এলাকায় ‘হৃদয় গ্যাং’ নামে তার একটি কিশোর গ্যাং রয়েছে। এর প্রধান হৃদয়। এই কিশোর গ্যাং সদস্যরাও সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেয় বলে হৃদয় স্বীকার করেছে। তার বিরুদ্ধে রাজধানীর তিনটি থানায় ১২টি মামলা রয়েছে। হৃদয় ছিনতাই ছাড়াও চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি, ডাকাতির সঙ্গে সম্পৃক্ত। তেজগাঁও এলাকার বিভিন্ন স্পট দিয়ে চলাচলরত সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও মূল্যবান দ্রব্য সামগ্রীসহ মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় গ্যাংয়ের সদস্যরা। এমনকি বিভিন্ন হামলায়, সংঘর্ষে ভাড়াটে হিসেবে অংশ নেয় গ্যাংয়ের সদস্যরা। এই গ্যাংয়ের গ্রেপ্তার অন্যরা হচ্ছে, রাশেদুল ইসলাম হৃদয়, মো. জয়, মো. শাহিন ও মো. মেহেদী হাসান। একইভাবে রামপুরা, তেজগাঁও এলাকায় বেশ কয়েক গ্যাং রয়েছে। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত আশেপাশের এলাকায় অবস্থান করে তারা। বিকট শব্দে মোটসাইকেল চালিয়ে মেয়েদের যৌন হয়রানি করে এই গ্যাংয়ের সদস্যরা। এরকম দুটি গ্যাং নিয়ন্ত্রণ করে রামপুরা এলাকার যুব মহিলা লীগের দুই নেত্রী। গ্যাংয়ের সদস্যদের অনেকে আড্ডা ছাড়াও মাদক বিক্রিতে জড়িত রয়েছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। একইভাবে বাড্ডা, মোহাম্মদপুর, বসিলা এলাকায় রয়েছে অন্তত ১২টি গ্যাং। এরমধ্যে কয়েকটি গ্যাংয়ের সদস্যরা ধানমণ্ডি ও বসিলা এলাকায় নানা ধরনের অপকর্মে জড়িত রয়েছে। তাদের অনেকে মাদক বিক্রি ও পরিবহনের কাজ করে থাকে বলে সূত্রে জানা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status