বাংলারজমিন

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

নরসিংদী প্রতিনিধি

১৯ মে ২০২১, বুধবার, ৮:১৭ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত অর্ধশত। এ সময় বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সব ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল দে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- কাচারিকান্দী গ্রামের ইয়াসিন মিয়া (১৩) ও আশাব উদ্দিনের ছেলে শহীদ মিয়া (৩০)।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে পাড়াতলী ইউপি সদস্য শাহ্‌ আলম ও মরহুম ফজলু মেম্বারের ছেলে শাহ্‌ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় দুইপক্ষের সমর্থকরা টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এর মধ্যে কিশোর ইয়াসিনও গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমেই দুই পক্ষের সংঘর্ষ চলছে। এদিকে গতকাল ভোরে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত একই গ্রামের শহীদ মিয়া (৩০) কে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status