বাংলারজমিন

চাটখিলে যুবদলের আহ্বায়ক কমিটি স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

৮ মে ২০২১, শনিবার, ৯:২১ অপরাহ্ন

চাটখিল উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সম্প্রতি ঘোষিত আহ্বায়ক কমিটি স্থগিত করে ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠনের দাবিতে বঞ্চিত যুবদল নেতারা সংবাদ সম্মেলন করেছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পৌরসভা যুবদল নেতা সুলতান বাবর। এ সময় যুবদল নেতা আনিছ আহাম্মদ, সাইফুল ইসলাম জগলু, সফিউল বারী বাবুল শেখ, গিয়াস উদ্দিন সুমন, মাহবুবুর রহমান জুয়েল, বোরহানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, দলীয় গঠনতন্ত্র লন করে রাজপথের ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে চাটখিল উপজেলা ও পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি করা হয়েছে। তারা আরো জানান, ছাত্রদলের নেতাদের দিয়ে যুবদলের কমিটি করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষিত ওই বিতর্কিত কমিটি স্থগিত করার দাবি জানান। অন্যথায় তারা যুবদলের পদ থেকে একযোগে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। উল্লেখ্য, অতি সম্প্রতি জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও বেলায়েত হোসেন শামিমকে সদস্য সচিব করে চাটখিল উপজেলা যুবদলের ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ছাত্রদল নেতা মাসুদ রানাকে আহ্বায়ক ও গিয়াস উদ্দিন সুমনকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট পৌর শাখা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঘোষিত পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা জানান, দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা  মোতাবেক জেলা যুবদল পূর্বের  মেয়াদ উত্তীর্ণ ও নিষ্ক্রিয় কমিটি বাতিল ঘোষণা করে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। যুবদলের ঘোষিত এ আহ্বায়ক কমিটি নিয়ে চাটখিল পৌরসভা ও সকল ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status