বাংলারজমিন

সালমান এফ রহমান আপনাদের পাশে আছে

দোহার (ঢাকা) প্রতিনিধি

৮ মে ২০২১, শনিবার, ৮:৩৭ অপরাহ্ন

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেছেন, সালমান এফ রহমান যেকোনো দুর্ভোগ ও দুর্দশায় অতীতে যেমন আপনাদের পাশে ছিল, বর্তমানেও আছে ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে। তিনি সবসময় আপনারা যাতে কষ্টে না থাকেন তার জন্য আমার মাধ্যমে আপনাদের খোঁজখবর নেন। যেটা যে সময় পারেন সেটা দেন। দোহারে পদ্মার বাঁধ থেকে শুরু করে দোহার নবাবগঞ্জের রাস্তাঘাটের উন্নয়নে তার অনস্বীকার্য ভূমিকা তুলে ধরে জননেত্রী শেখ হাসিনা ও সালমান এফ রহমানের জন্য তিনি সবার কাছে প্রাণ খুলে দোয়া চান। যাতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বহির্বিশ্বের কাছে আরো মাথা উঁচু করে দাঁড়াতে পারে। গতকাল দুপুরে ঢাকার দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জবাসীর কথা ভেবে দেশের এই বৈশ্বিক অবস্থার কথা বিবেচনা করে তিনি তার ব্যক্তিগত অর্থায়নে দোহার নবাবগঞ্জে সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করেছেন। যাতে কোনো রোগীকে আর করোনার মহামারিতে শ্বাসকষ্টজনিত রোগে মৃত্যুবরণ করতে না হয়।
অনুষ্ঠানে আলমগীর হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার হিসেবে প্রায় শতাধিক শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রীর সঙ্গে লুঙ্গি ও পাঞ্জাবি দেয়া হয়। তিনি বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে পর্যায়ক্রমে এ ঈদসামগ্রী বিতরণ করা হবে।
 এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা সাজ্জাত হোসেন সুরুজ, পৌরসভা ২নং ওয়ার্ড কমিশনার মো. আলমাছ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, জয়পাড়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার মাঝি, জয়পাড়া পূর্ববাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদারসহ আরো অনেকে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status