বাংলারজমিন

ঈদের দিনও চালু থাকবে চট্টগ্রাম বন্দর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

৭ মে ২০২১, শুক্রবার, ৭:৪৯ অপরাহ্ন

এবার ঈদেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রেখে সাপ্লাই চেইন ঠিক রাখতে বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন। বুধবার বন্দর ভবনে স্টেকহোল্ডাদের সঙ্গে বৈঠক করে বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র ঈদের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা ব্যতীত অন্য সময় বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা হবে।  বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত ৮ ঘণ্টা ব্যতীত অন্যান্য সময়ে পর্যাপ্ত লোকবল ও ইক্যুইপমেন্ট প্রস্তুত রাখা হবে। এ ছাড়া শুল্কায়নের জন্য কাস্টমস কর্মকর্তাদের প্রস্তুত রাখতে চট্টগ্রাম কাস্টমস হাউজকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। একই সঙ্গে সিএন্ডএফ এজেন্টস প্রতিনিধি, শিপিং এজেন্টস অফিসসহ সংশ্লিষ্ট সকলকে প্রস্তুতি নিতেও নির্দেশ দেয়া হয়েছে। পণ্য ডেলিভারির ডিও লেটার প্রাপ্তির বিষয় নিশ্চিত করতেও বলা হয়েছে। এ ছাড়া বৈঠকে ঈদের ছুটিতে বন্দরের নিরাপত্তা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়। এ সময় প্রতিটি কনটেইনারে পর্যাপ্ত লক সিস্টেম নিশ্চিত করতে বন্দরের নিরাপত্তা শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাছাড়া ব্যাংকিং কার্যক্রমের জন্য বন্দরের অভ্যন্তরে থাকা ওয়ান স্টপ সার্ভিসে অবস্থিত ব্যাংকের বুথসমূহ খোলা রাখার জন্যও বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক মানবজমিনকে বলেন, পণ্য আমদানি-রপ্তানির স্বাভাবিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এই ঈদেও বন্দরের কার্যক্রম চালুু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের দিন ৮ ঘণ্টা ছাড়া অন্য সময়ে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে কাজে থাকতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status