প্রথম পাতা

মমতার তৃতীয় ইনিংস শুরু, আজ শপথ

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা থেকে

৫ মে ২০২১, বুধবার, ৯:২৯ অপরাহ্ন

মঙ্গলে ঊষা, বুধে পা...সম্ভবত এই আপ্তবাক্য মনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে তৃতীয়বারের জন্য বুধবার অভিষিক্ত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে বসে খেলা হবে স্লোগান তুলে যিনি গোটা ভোটে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ’র আক্রমণের জোড়া ফলা সামলেছেন সেই মমতা খেলা শেষে বুধবার তৃতীয় ইনিংসের যাত্রা শুরু করছেন। কংগ্রেসের এক সাধারণ সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করে মমতা একদিন যুব কংগ্রেসের সভানেত্রী হয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। তারপর কংগ্রেসের সিপিএমের আনুগত্যের প্রতিবাদ হিসেবে দল ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা উনিশশো আটানব্বইতে। এরপর নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলনের সাফল্য তদানীন্তন প্রবল পরাক্রমশালী বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রধান মুখ হয়ে ওঠা। এরপর দু’হাজার এগারোয় চৌত্রিশ বছরের বাম (সিপিএম) শাসনের অবসান ঘটিয়ে মমতা প্রথমবার মুখ্যমন্ত্রী হন। পাঁচবছর পরে দু’হাজার ষোলোতে মমতার লড়াই ছিল মমতার বিরুদ্ধে। বিরোধীদের সঙ্গবদ্ধ প্রয়াসকে ধূলিসাৎ করে মমতা আবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন। দশ বছর পরে দু’হাজার একুশে বিজেপি’র শক্ত চ্যালেঞ্জকে নস্যাৎ করে বুধবার মমতা তৃতীয় ইনিংসের সূত্রপাত করছেন। বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যতই বলুন, রাজ্যের ভোট-উত্তর হিংসাত্মক পরিস্থিতির কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তার শপথ অনুষ্ঠান বুধবার স্থগিত রাখুন, তৃণমূলের নেতারা দিলীপ ঘোষের এই বক্তব্যকে অক্ষমের আর্তনাদ বলে উড়িয়ে দিয়েছেন। মমতার শপথ গ্রহণের দিনটি বিজেপি সারা ভারতে রাজ্যের হিংসাত্মক ঘটনার প্রতিবাদ দিবস হিসেবে পালন করছে। বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রতাপ নাড্ডা মঙ্গলবার দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসেন। বিজেপি’র আক্রান্ত কর্মীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন। ভাটপাড়ায় সাংসদ অর্জুন সিং বলেন, মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন আর বিজেপি কর্মীরা মার খাচ্ছে। বিজেপি সাংসদরা এর প্রতিকার করতে না পারলে তাদের পদত্যাগ করা উচিত। মমতার শপথ গ্রহণের দিনই একটি শুভ বার্তা আসছে কোভিড আবহে। বুধবারই রাজ্যে আসছে চার লাখ ডোজ কোভিশিল্ড এবং দেড় লাখ ডোজ কোভ্যাকসিন। মমতার কালীঘাটের বাড়িতে সৌজন্য সাক্ষাৎকারে যাওয়া রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনায় রাজ্যের হিংসা মোকাবিলা নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই আলোচনা হয় কোভিড মোকাবিলা নিয়ে। কোভিড প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি যতদূর সম্ভব অনাড়ম্বর রাখছেন। রাজভবনের থ্রোন রুমে মমতা বেলা পৌনে এগারোটায় একাই শপথ নেবেন। জাঁকজমক থাকছে না। সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতে মমতা শপথ নেবেন। তারপরই তার নবান্ন যাওয়ার কথা। বাকি বিধায়করা প্রোটেম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শপথ নেবেন বৃহস্পতিবার। মন্ত্রীদের নাম ঘোষিত হওয়ার পর তাদের শপথ ৯ই মে। অকালে পিতৃহারা মেয়েটি একসময়ে পরিবারের গ্রাসাচ্ছাদনের জন্য যোগমায়া দেবী মর্নিং কলেজে ক্লাস করে দুধের ডিপোয় কাজ করে দৈনিক ভাতার সবটুকু টাকা তুলে দিতেন মা গায়েত্রী দেবীর হাতে। ভাইবোনদের মুখে ভাত-রুটির সংস্থান করার জন্য। আজ গোটা রাজ্যের ভার তার ওপর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status