বাংলারজমিন

রাঙ্গামাটিতে ডিসি’র নাম্বার ক্লোনিং করে উপজেলা চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবি

রাঙ্গামাটি প্রতিনিধি

৫ মে ২০২১, বুধবার, ৯:১৬ অপরাহ্ন

প্রযুক্তি প্রতারকদের মাধ্যমে মোবাইল নাম্বার ক্লোনিংয়ের শিকার হলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক। গত সোমবার জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি মোবাইল ফোনের টেলিটক নাম্বার ক্লোন করে বেশ কয়েকজন উপজেলা চেয়ারম্যানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চক্র। পরবর্তী সময় কয়েকজন চেয়ারম্যান ব্যক্তিগতভাবে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানকে বিষয়টি অবহিত করলে ফোন নাম্বার ক্লোনিংয়ের শিকার হওয়ার ব্যাপারটি উঠে আসে। জেলা প্রশাসক মিজানুর রহমান প্রতিবেদককে জানিয়েছেন, রাঙ্গামাটির সদর উপজেলা, কাউখালী, বিলাইছড়ি, জুড়াছড়িসহ কয়েকটি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের কাছে আমার ব্যবহৃত সরকারি মুঠোফোন থেকে ফোন করে প্রতিজনের কাছ থেকে দুই লাখ টাকা করে চাওয়া হয়। সদর উপজেলার চেয়ারম্যান বিষয়টি আমাকে অবহিত করলে আমি বিস্মিত হই এবং সঙ্গে সঙ্গেই এটি প্রতারকদের কাজ বলে সবাইকে অবহিত করা হয়। জেলা প্রশাসক জানান, ইতিমধ্যেই রাঙ্গামাটির পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ছাড়াও প্রতারকদের চিহ্নিত করতে প্রযুক্তিগত সব ধরনের কার্যক্রম চলমান আছে। এদিকে এর আগেও বিগত ২০১৮ সালের ২১শে জুন রাঙ্গামাটির তৎকালীন জেলা প্রশাসক মামুনুর রশিদের দায়িত্বকালীন সময়েও একই কায়দায় প্রতারকচক্র সরকারি নাম্বার ক্লোনিং করে বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করেছিল। সে সময় জেলা প্রশাসক তার ডিসি রাঙ্গামাটি ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে এ ধরনের কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না হওয়ার পাশাপাশি প্রতারকদের বিরুদ্ধে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়েছিলেন। ৩রা মে সোমবারও একইভাবে সিম ক্লোনিং করে প্রতারক চক্রটি চাঁদা দাবি করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status