বাংলারজমিন

হাওরের বোরো ধান কাটলেন মৌলভীবাজারের মেয়র

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

৫ মে ২০২১, বুধবার, ৯:১৬ অপরাহ্ন

২শ’ শ্রমিক সঙ্গে নিয়ে স্বেচ্ছায় হাওয়েরের ধান কেটে দিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান। গতকাল রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরের ফতেপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষকদের ধান কেটে দেন। এ সময় তার ছিলেন পৌর কাউন্সিলর নাহিদ হোসেন, সৈয়দ সেলিম হক,পার্থ সারথী পাল ও সালেহ আহমদ পাপ্পু ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মেয়র মো. ফজলুর রহমান জানান, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে পৌর কাউন্সিলর ও পৌর কর্মচারীসহ ২শ’ পেশাদার শ্রমিক নিয়ে ধান কাটতে নামেন। ধান কাটার পাশাপাশি মূলত কৃষক ও সর্বস্তরের মানুষকে উৎসাহ দেয়া তাদের উদ্দেশ্য। মৌলভীবাজার কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কাউয়াদিঘি হাওরে মনু প্রকল্পের ভেতর এ বছর ৮ হাজার ৪শ’ ৯৬ হেক্টর জমিতে রোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার সদরে ১০ হাজার ৫৩ হেক্টর ও রাজনগর ১৩ হাজার ৬শ’ ৩০ হেক্টর। পুরো জেলায় চলতি বছর বোরো আবাদ হয়েছে ৫৬ হাজার ৩শ’ ৪৫ হেক্টর জমি। যা গত বছরের চেয়ে ২ হাজার ৮শ’ ১৫ হেক্টর অতিরিক্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status