বাংলারজমিন

নির্ধারিত বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন।

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২১, বুধবার, ৮:৫৯ অপরাহ্ন

নেত্রকোনার মদনের হাওর ইউনিয়ন নায়েকপুরের জালিয়ার হাওরে ফসল রক্ষা বাঁধের স্থান পরিবর্তন করে অন্যত্র তৈরি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলকাবাসী। মঙ্গলবার আলমশ্রী গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এলাবাসী জানান, পানি উন্নয়ন বোর্ডের আওতায় জালিয়ার হাওরে ফসল রক্ষার জন্য বণি নদীর পাড় ঘেঁষে আগের বাঁধ হতে আরও ২ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণের জন্য ২২ লাখ টাকা বরাদ্দ দেয় একটি প্রকল্প। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল প্রকল্পের টাকা আত্মসাৎ করার উদ্দেশে পাছআলমশ্রী তালুকখানাই কাবিটা প্রকল্পের রাস্তার ওপর মাটি কাটা শুরু করে। এতে এলকাবাসী ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দেয়। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমদ বলেন, আমি শুনেছি গ্রামবাসী মানববন্ধন করেছে। সরজমিন গিয়ে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status