বাংলারজমিন

৭ দাবিতে মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৪ এপ্রিল ২০২১, বুধবার, ৮:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। করোনার বিপর্যয় থেকে হোটেল শ্রমিক ও হোটেল শিল্প বাঁচাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়। মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া স্বাক্ষরিত স্মারকলিপিটি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি শ্রম সচিব, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকের দপ্তরে প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করায় বিশ্ব অর্থনীতির মহামন্দার আশঙ্কা দেখা দিচ্ছে। এর ফলে দুর্ভিক্ষাবস্থা সৃষ্টির উপক্রম হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের এখনই বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ জরুরি। হোটেল শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ খাতে প্রায় ৩০ লক্ষাধিক শ্রমিক কর্মরত এবং তাদের ওপর নির্ভরশীল রয়েছে পরিবার। অথচ এ খাতের মালিকদের শুধু মুনাফাকেন্দ্রিক চিন্তা-ভাবনা এবং শ্রমিকদের দায়িত্ব গ্রহণ না করার মানসিকতার কারণে কর্মরত শ্রমিকদের জীবনযাপন আজ অনিশ্চয়তায় পড়েছে। এ অবস্থায় হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য জরুরিভাবে সরকারি উদ্যোগে চিকিৎসা নিশ্চয়তাসহ নিয়মিত ত্রাণ, প্রণোদনা ও রেশনিংয়ের ব্যবস্থা গ্রহণ আবশ্যিক প্রয়োজন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status