বাংলারজমিন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ইউপি সদস্য প্রার্থীকে জরিমানা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২১, বুধবার, ৮:৪৭ অপরাহ্ন

নির্বাচন কমিশন প্রথম ধাপের ইউপি নির্বাচনকে স্থগিত ঘোষণার পরেও বরিশালের গৌরনদীতে নূর মোহাম্মদ সরদার নামের এক ইউপি সদস্য প্রার্থী এলাকায় উঠান বৈঠক ও খাবারের আয়োজন করায় তাকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এ জরিমানা ধার্য করে প্রার্থীর কাছ থেকে তা আদায় করেন ও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। এ সময় আদালতের নির্দেশে রান্না করা খিচুড়ি স্থানীয় জনগণের মাঝে বিতরণ করা হয়। জানা গেছে, উপজেলার বার্থী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নূর মোহাম্মদ সরদার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সোমবার বিকালে তার ওয়ার্ডের আওতাধীন নন্দনপট্টি মাদ্রাসা মাঠে এক উঠান বৈঠকের আয়োজন করেন। একই সঙ্গে নিজের কর্মী ও সমর্থকদের খাওয়ানোর জন্য খিচুড়ি রান্না করেন। খবর পেয়ে উপজেলা ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status