বাংলারজমিন

দক্ষিণ সুরমার মোমিনখলা মসজিদের কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা দূর করতে সভা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৭ মার্চ ২০২১, রবিবার, ৯:৫৩ অপরাহ্ন

 সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের প্রাচীন মোমিনখলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক মোতোয়াল্লি, মুরুব্বি শামসুদ্দিন আহমদ ওরফে খলকু মিয়া মৌখিকভাবে পদত্যাগ করার পর দীর্ঘ দেড় বছর ধরে কমিটিবিহীন অবস্থায় রয়েছে মসজিদ। বর্তমানে গুটি কয়েক ব্যক্তি মসজিদের ভারপ্রাপ্ত মোতোয়াল্লি হিসেবে অন্যস্থানের একজনের নাম এলাকায় প্রচার করলে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। প্রতি শুক্রবার রাত ৮টায় মোমিনখলার বাসিন্দা প্রবীণ মুরুব্বি মো. এবাদ উল্লাহর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আব্দুর রহমান ও শ্রমিকনেতা আনোয়ার মিয়ার যৌথ পরিচালনায় এক সভায় বক্তারা বলেন- শামসুদ্দিন আহমদ ওরফে খলকু মিয়া মৌখিকভাবে মোতোয়াল্লি পদ থেকে অব্যাহতি নিলেও এলাকার লোকজন তার অব্যাহতি মেনে নেননি। তারা মনে করেন, তিনি এখনো মোতোয়াল্লি হিসেবে বিদ্যমান। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদ, সাবেক সরকারি কর্মকর্তা মাসুক মিয়া, আজিজুর রহমান আজিজ, প্রবীণ মুরুব্বি ইলিয়াছ মিয়া, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার সেলিম আহমদ, আব্দুল কাদির, আব্দুল হান্নান, জমির আলী, ব্যাংকার আশফাক আহমদ, আখতার উদ্দিন, আহবাব আহমদ, রুমন আহমদ, সুমন আহমদ, রুমান আহমদ, রিপন আহমদ, সোহান আহমদ, তামিম আহমদ, জুয়েল আহমদ, শাহজাহান আহমদ, রাকিব হোসেন, খালেদ আহমদ, মালেক আহমদ, শাহজাহান, রাকিব আহমদ, ছাদেক উদ্দিন, সুমন আহমদ, কামরুল হোসেন, শফিউল ইসলাম, নুর হোসেন, মোশাইদ আলী, রাহাত আহমদ, রাসেল আহমদ, রুবেল আহমদ, আলম মিয়া, আলফাজ উদ্দিনসহ প্রায় তিন শতাধিক মোমিনখলা এলাকার বাসিন্দা।

 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status