শেষের পাতা

মশা নিয়ে দুশ্চিন্তা

নূরে আলম জিকু

২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ৯:২৯ অপরাহ্ন

ঢাকায় মশার বিস্তার বেড়েছে। এতে অতিষ্ঠ রাজধানীবাসী। বাসাবাড়ি, অফিস-আদালত, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠানসহ সবত্রই মশার আতঙ্ক। বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় এবার ঢাকায় কিউল্যাক্স মশার ঘনত্ব বেড়েছে প্রায় চারগুণ। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। প্রতিষ্ঠানটি চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকার বিভিন্ন এলাকায় জরিপ চালিয়ে মশার ঘনত্ব বেড়ে যাওয়ার প্রমাণ পায়। কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশারের গবেষণায় দেখা যায়, ঢাকার উত্তরা, খিলগাঁও, শনির আখড়া, শাঁখারিবাজার, মোহাম্মদপুর ও পরীবাগের প্রতিটি ডিপ-এ (মশার ঘনত্ব বের করার পরিমাপক) গড়ে ৬০টির বেশি মশা পাওয়া গেছে। যা এ পর্যন্ত সর্বাধিক। বছরের অন্য সময়ে যার সংখ্যা ছিল ১৫ থেকে ২০টির মধ্যে। ড. কবিরুল বাশার মানবজমিনকে বলেন, প্রতিমাসে আমরা ঢাকার দুই সিটি করপোরেশনের ৬টি এলাকায় মশার ঘনত্ব বের করি। মশা নিয়ে গবেষণা চালাই। জানুয়ারির শেষে গবেষণায় দেখা যায়, যেসব মশার কামড়ে নগরবাসী অতিষ্ঠ তার মধ্যে ৯৯% কিউলেক্স মশা। নর্দমা, ড্রেন, ডোবা, বিল-ঝিলের পচা পানিতে এসব কিউলেক্স মশা জন্মায়। এবার তুলনামূলক মশার ঘনত্ব কয়েকগুণ বেশি। প্রকোপ বাড়ায় মশা নিয়ন্ত্রণ দুঃশ্চিন্তায় ঢাকার দুই সিটি। তারা বলছে- মশা মারার ওষুধের কার্যকারিতা কমে যাওয়ায় স্প্রে করেও খুব একটা সুফল পাওয়া যাচ্ছে না।

কীটতত্ত্ববিদরা বলছেন, যেকোনো উপায়ে আগে মশা নিয়ন্ত্রণ করতে হবে। এখুনি মশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়া না হলে মার্চ মাসের মাঝামাঝি সময়ে মশার ঘনত্ব বেড়ে চরমে পৌঁছাবে। এমনকি অতীতের চিকনগুনিয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিউলেক্স মশার কামড়ে অনেক সময় গোদরোগ হয়। এটি হলে হাত-পা ফুলে শরীরের বিভিন্নস্থান বড় হয়ে যায়।

বিশেষজ্ঞরা বলেছেন, ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত কিউলেক্স মশার প্রজনন মৌসুম। প্রতি বছরের এ সময় মশার আধিক্য দেখা যায়। তারপরও নগর কর্তৃপক্ষ মশার বিস্তার বেড়ে যাওয়ার দায় এড়াতে পারে না। সময় মতো কার্যকরী ওষুধ না ছিটানোয় মশার বিস্তার বেড়েছে। এ ছাড়া সিটি করপোরেশন যেসব ওষুধ প্রয়োগ করছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। করপোরেশন যে ওষুধ ছিটাচ্ছে, এতে মশা নিধন হচ্ছে না। বরং এতে বায়ু দূষণ হচ্ছে। মশককর্মীরা ওষুধ ছিটাতে অনীহা প্রকাশ করেছেন। ফগার মেশিন নিয়ে শুধু বিভিন্ন এলাকায় ধোঁয়া সৃষ্টি করছেন তারা। ফলে এর কোনো কার্যকারিতা পাওয়া যাচ্ছে না। মশা নিয়ন্ত্রণে মেয়র ও কাউন্সিলরদের নজরদারি না থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। জানা যায়, সম্প্রতি ওয়াসা থেকে খালের দায়িত্ব গ্রহণ করে ঢাকার দুই সিটি করপোরেশন। এরপর খালসহ জলাশয় ও নালাগুলো পরিষ্কার করছে সংস্থা ২টি। এর ফলে মশা লোকালয়ে ছড়িয়ে পড়ছে। এ থেকে রেহাই পাচ্ছে না অভিজাত এলাকার বাসিন্দারাও।

রাজধানীর ডেমরা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মশার অত্যাচারে অতিষ্ঠ তারা। রাতদিন সমান তালেই মশা বিস্তার করছে। মশারি টানিয়ে কিংবা স্প্রে করে, কয়েল জ্বালিয়েও নিস্তার পাচ্ছেন না। সিটি করপোরেশনের মশককর্মীদের ওষুধ ছিটাতে দেখা যাচ্ছে না। মেরুল বাড্ডা এলাকার বাসিন্দারা জানান, মাঝে মধ্যে ফগার মেশিন কাঁধে নিয়ে সিটি করপোরেশন কর্মীদের এলাকায় ঘুরতে দেখা যায়। ওষুধ ছিটাতে তেমন একটা দেখা যাচ্ছে না। নির্ধারিত কিছুস্থানে ওষুধ ছিটানো হলেও মশা মরে না। বরং ওইদিন মশার উৎপাত আরো বেশি দেখা যায়। মিরপুরের বাসিন্দা ফারজানা রহমান বলেন, মশার অত্যাচারে অতিষ্ঠ। বিগত সময়ের চাইতে এ বছর মশার উপদ্রব তুলনামূলক বেশি। মশার ওষুধ ছিটালেও কোনোভাবে মশা নিয়ন্ত্রণে আসছে না। স্প্রে ও কয়েল ব্যবহার করলেও মশার কামড় থেকে রক্ষা পাচ্ছি না।

ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে বলা হচ্ছে, কিউলেক্স মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করছে সংস্থাটি। চলতি মাসের ২০শে ফেব্রুয়ারি থেকে ডিএনসিসি’র বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ওষুধ প্রয়োগ করছে তারা। এছাড়া মশা নিয়ন্ত্রণে মশককর্মীরা প্রতিটি এলাকায় নিয়মিতভাবে ওষুধ প্রয়োগ করে আসছেন। মশা নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়ানোর জন্য ডিএনসিসি কয়েকটি ভেহিকেল মাউন্টেড ফগার মেশিন ক্রয় করেছে। এর মধ্যে গত ২৩শে ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে একটি ভেহিকেল মাউন্টেড ফগার মেশিন হস্তান্তর করেছে ডিএনসিসি। এই ফগার মেশিন দিয়ে অল্প সময়ে ওষুধ প্রয়োগ করা যাবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, গত কয়েক বছর এক ধরনের ওষুধ ছিটিয়ে আসছে সিটি করপোরেশন। এই ওষুধ মশার অনেকটা সহনীয় হয়ে গেছে। ফলে নিয়মিত ওষুধ ছিটালেও তেমন একটা ফল পাওয়া যাচ্ছে না। এখন ওষুধের পরিবর্তন আনা হচ্ছে। মশা নিধনে ওষুধের মান বারবার পরীক্ষা করা হচ্ছে। আগামী দুই সপ্তাহ পর থেকে নতুন ওষুধ প্রয়োগ করা হবে। এতে মশা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তিনি বলেন, যখনই মশক নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধের বিরুদ্ধে কোনো অভিযোগ পাই, সঙ্গে সঙ্গে তা পরীক্ষা করানো হয়। আমরা এতোবার পরীক্ষা করাই যে, সবাই অতিষ্ঠ হয়ে যায়। ডেঙ্গুর জন্য যে ওষুধ প্রয়োগে সুফল পাওয়া যায়, কিউলেক্স মশার জন্য তা কার্যকর হয় না। সেজন্য আমরা ওষুধ পরিবর্তন করছি। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন ওষুধ চলে আসবে। সেটা আমরা কিউলেক্স মশার জন্য ব্যবহার করবো। কিউলেক্স মশার উপদ্রব বাড়ার যে অভিযোগ আসছে, সেটা নিরসন হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status