বাংলারজমিন

মতলব পৌর নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ৮:৫৯ অপরাহ্ন

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনের ৬ দিন আগেই বর্জনের ঘোষণা দিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক বাদল। সোমবার চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করে তিনি এই ঘোষণা দেন। লিখিত বক্তব্য বিএনপি’র মেয়র প্রার্থী এনামুল হক বাদল বলেন, আমি দল এবং দলের প্রতীকের প্রতি সম্মান রেখে অনেক বাধা থাকা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু নির্বাচনের প্রথম থেকেই নির্বাচন কমিশন ও প্রশাসন আমাকে অসহযোগিতা করে আসছে। তাছাড়া সরকার দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরসভার প্রতিটি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রতিদিন দলীয় নেতাকর্মীদের হুমকি-ধমকি এবং নির্বাচনী কর্মকাণ্ডে বাধা প্রদানসহ নেতাকর্মীদের এলাকা ছাড়ার হুমকি প্রদান করছে। তাছাড়া প্রচারণার প্রথম দিন থেকে আমার নির্বাচনী পোস্টার প্রকাশ্য ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, এ বিষয়ে আমি নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসার, প্রধান নির্বাচন কমিশনার বরাবার ১০টি অভিযোগ করার পরও কোনো প্রতিকার পাইনি। নির্বাচনের প্রচারণা করতে গিয়ে মুন্সীরহাট ও জাফরিয়া এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালায়। এসব বিষয়েও অভিযোগ করে কোনো প্রতিকার পাইনি। তাই রিটার্নিং অফিসার ও প্রশাসনের অসহযোগিতা এবং সরকার দলীয় অব্যাহত হুমকি-ধমকি, হামলা- মামলায় জানমালের ক্ষয়ক্ষতি থেকে বিএনপি তথা ধানের শীষের কর্মী সমর্থকদের রক্ষা করার জন্য সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে এক তরফা প্রহসনের নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status