বাংলারজমিন

প্রচারে সরগরম ধামইরহাট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ৮:১৬ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাটে জমে উঠেছে পৌরসভা নির্বাচন। কর্মী-সমর্থকদের মুখে- (অমুক মার্কায় দিলে ভোট, শান্তি পাবে এলাকার লোক, যোগ্য দেখে পক্ষ নিন, অমুক মার্কায় ভোট দিন, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের) এমন স্লোগান এখন সর্বত্রই। ধামইরহাট পৌরসভার ভোটের মাঠ এমন মুখরোচক প্রচারে সরগরম। বিভিন্ন গানের সুরে ও ছন্দ মিলিয়ে মেরর-কাউন্সিলর প্রার্থীদের পক্ষে মন মাতানো প্রচারে এখন তুঙ্গে ধামইরহাট পৌর নির্বাচনী এলাকার ওয়ার্ডগুলো। তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ধামইরহাট পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। বিজয়ী হতে এক প্রার্থী অপর প্রার্থীকে টেক্কা দিতে প্রচারে ব্যাপক প্রতিযোগিতায় মেতেছেন। ভেতরে ভেতরে একে অপরের বিপক্ষে প্রচার চালানোর অভিযোগ করেন কোনো কোনো প্রার্থী। আবার প্রতিপক্ষের ভোটারদের ভয়-ভীতি, হুমকি প্রদান এমন অভিযোগও আছে ধামইরহাট পৌরসভা নির্বাচনী মাঠে কাউন্সিলর প্রার্থীদের। কিন্তু কে যে কাকে ভোট দিবে তা জানে সৃষ্টিকর্তা। এ চিন্তায় হতাশায় অনেক কাউন্সিলর প্রার্থীরা। একজন কর্মী বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থীর প্রচার কিংবা প্রকাশ্যে একজনের এবং গোপনে অন্যজনের ভোট প্রার্থনা করছেন এমনও কেউ কেউ সুকৌশলী রয়েছেন। এ কারণে প্রার্থীরা কোন কোন কর্মী নিয়ে বিব্রত বোধ করছেন, ভুগছেন বিশ্বাসহীনতায়, দূরের আত্মীয়-স্বজন দ্বারা ফোন দিয়ে ভোটারদেন মন গলাচ্ছেন । এদিকে মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুর রহমান নৌকা প্রতীকে, বিএনপি সমর্থিত মাহবুবুর রহমান চপল চৌধুরী ধানের শীষ প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এডভোকেট আইয়ুব হোসেন নারিকেল গাছ মার্কা প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিশ্রতির ফুলঝুড়ি দিয়ে ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মাইকের শব্দে প্রকম্পিত নির্বাচনী মাঠ। প্রচারে মহিলা টিম, পুরুষ টিম সহ বিভিন্ন কৌশলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের জন্য বিরতিহীনভাবে কাকুতি-মিনতি অনুরোধ করছেন প্রার্থী ও কর্মীরা। প্রকাশ্যে দাপটের সঙ্গে নৌকার প্রচার চললেও ধানের শীষের প্রচারও ভেতরে ভেতরে কম চলছে না। প্রচারণায় সকলে সমানভাবে সুযোগ পাচ্ছে, কোন বাধা কেউ কাকে দিচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচনী পথসভা করলেও বিএনপি কিংবা স্বতন্ত্র প্রার্থীদের পথসভা খুব একটা চোখে পড়ার মতো নয়। সকল প্রার্থীর দাবি, নির্বাচন সুষ্ঠু হলে শতভাগ নিশ্চিত আমি বিজয়ী হব। ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সাজ্জাদ হোসেন জানান, ধামইরহাট পৌরসভার মেয়র পদে ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন এবং পুরুষ কাউন্সিলর ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন । ৯ টি কেন্দ্রে ৩৮ টি বুথে ১২,৬৪০ জন ভোটার আগামী ৩০শে জানুয়ারি শনিবার ভোট প্রদান করবেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন বলেন, আগামী ৩০শে জানুয়ারি ব্যাপক নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হবে, এ লক্ষে পুলিশ, র‌্যাব, বিজিবি, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স সহ সশস্ত্র আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবে। উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় জানান, ভোট সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রতি কেন্দ্রে একজন করে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status