বাংলারজমিন

সরিষাবাড়ীতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৮:০৯ অপরাহ্ন

সরিষাবাড়ীতে বিএনপি’র স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী (নারিকেল গাছ) প্রতীক ফজলুল হক খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকালে কামরাবাদ ঝিনাই ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগামী ৩০শে জানুয়ারি তৃতীয় ধাপে সরিষাবাড়ী পৌর নির্বাচনে বিএনপি’র বিদ্রোহী মেয়র প্রার্থী ফজলুল হক খান সকাল সাড়ে ১০টার দিকে কামরাবাদ পশ্চিমপাড়া কাঁচপুর মালেক জুট মিলের সাবেক ম্যানেজার আব্দুল কদ্দুছের জানাজা নামাজ পড়ার জন্য যান। এ সময় মৃত ব্যক্তির বাড়ির পাশে পৌঁছলে ২০-২৫ জনের একটি দুর্বৃত্তকারী দল পেছন থেকে অতর্কিতভাবে ফজলুল হক খানের ওপর হামলা করে এবং  এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে আহত স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খান মোবাইলে অভিযোগ করে বলেন, আমি সকালে বাড়ি থেকে বের হয়ে কামরাবাদ ঝিনাই ফিলিং স্টেশন সংলগ্ন আবদুল কদ্দুস মিয়ার জানাজায় যায়। নামাজে দাঁড়ালে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মনির উদ্দিনের সমর্থকরা আমার ওপর হামলা চালায়। হামলায় আমার মাথা ও চোখ রক্তাক্ত জখম হয়েছে। আমি ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি।
এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনির উদ্দিন বলেন, আমি এই হামলার বিষয়ে কিছুই জানি না। আর এই হামলার সঙ্গে আমার কোনো দলীয় লোক জড়িত নয়। এ ছাড়া আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যই এই হামলার ঘটনাটি ঘটানো হয়েছে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থীকে মারধরের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খানের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status