বাংলারজমিন

ছাতকে মুজিববর্ষ উপলক্ষে ঘর পেলো গৃহহীন ১০ পরিবার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২১, সোমবার, ৮:৩৮ অপরাহ্ন

ছাতকে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ১০ পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত সেমিপাকা ঘর প্রদান করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গৃহহীন উপকারভোগী পরিবারের হাতে ঘরের কাগজপত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চ্যুয়াল উদ্বোধন শেষে এসব পরিবারকে ঘরের কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। উপকোরভোগীরা হলেন- উপজেলা জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের সবুজ মিয়া, সেবুল মিয়া, মৃত ইরফান আলীর পুত্র গিয়াস উদ্দিন, তাজউদ্দিন, আমির উদ্দিন, সাদাত আলীর পুত্র মাসুক মিয়া, আব্দুল বারীর স্ত্রী মায়ারুন নেছা, নবী হেসেনের পুত্র জইন উদ্দিন, ওয়াহাব আলীর পুত্র রুমান মিয়া ও লোকমান মিয়া। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বাংলার বুকে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। যা জনম জন্মান্তর এদেশের মানুষ স্মরণ রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গৃহ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, আমার বাড়ি আমার খামার কর্মকর্তা জুলকার নাইন, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status