বাংলারজমিন

কিশোরগঞ্জে করোনা মোকাবিলায় সচেতনতামূলক ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২৭ নভেম্বর ২০২০, শুক্রবার, ৮:১৩ পূর্বাহ্ন

শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল বটতলা এলাকায় কিশোরগঞ্জ সদর মডেল থানা এই সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম এর সভাপতিত্বে ক্যাম্পেইনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু ও মোস্তফা কামাল বক্তব্য রাখেন। প্রধান অতিথি পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) জেলার ১৩টি থানায় পুলিশের উদ্যোগে একযোগে সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন করে বলেন, করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক এখন ভ্যাকসিনের মতো কাজ করতে পারে। তাই এ ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে সবাইকে মাস্ক ব্যবহারের ওপর প্রচারণা চালাতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সুরক্ষিত ও নিরাপদ থাকতে পারবো। পরে পুলিশ সুপার বিভিন্ন যানবাহন চালক, শ্রমিক, যাত্রী এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status