অনলাইন

বাইডেন-হারেসকে অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার

৮ নভেম্বর ২০২০, রবিবার, ৯:২০ পূর্বাহ্ন

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন অল্প আগে এক ক্ষুদে বার্তায় মানবজমিনকে জানিয়েছেন,  যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশ। দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের অভিনন্দন পত্র যুক্তরাষ্ট্রে পৌঁছাবে বলেও জানান তিনি। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন।

প্রসঙ্গত, ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ম্যাজিক সংখ্যা ২৭০টি পেরিয়ে গেছেন বাইডেন।

শনিবার পেনসিলভানিয়ার ২০টি ইলেকটোরাল ভোট জয়ের মধ্য দিয়ে তার ২৭৩টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status