বাংলারজমিন

‘বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নৌপথ’

শেরপুর প্রতিনিধি

১ নভেম্বর ২০২০, রবিবার, ৮:২০ পূর্বাহ্ন

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ব-দ্বীপ পরিকল্পনার আওতায় যেখানে একসময় নৌকাই প্রধান বাহন ছিল, সেসব স্থানে পুনরায় নৌপথ চালু করার পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে এ নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল দুপুরে শেরপুর জেলা অংশের পুরাতন ব্রহ্মপুত্র নদের ড্রেজিং কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নৌ-প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তারই আওতায় পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন কাজ উদ্বোধন করা হলো। উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় পুরাতন ব্রহ্মপুত্র নদের শেরপুর অংশের ১৮ কিলোমিটার ড্রেজিং করা হবে। এতে ব্যয় হবে প্রায় ১৬৯ কোটি ২২ লাখ টাকা। বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেড ও নবারুণ ট্রেডার্স লিমিটেড অ্যান্ড আনোয়ার খান মর্ডান ড্রেজিং কোম্পানি (জেভি) কাজটি ৪ বছরের মেয়াদকালে বাস্তবায়ন করবে। এরমধ্যে প্রথম ২ বছর ক্যাপিটাল ড্রেজিং ও পরবর্তী ২ বছর মেইনটেন্যান্স ড্রেজিং করা হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status