বাংলারজমিন

পলাশবাড়ীতে বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত

উত্তরাঞ্চল প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৮:০৫ পূর্বাহ্ন

কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে গাইবান্ধা জেলা আবারো বন্যার কবলে পড়েছে। এদিকে ২৮শে সেপ্টেম্বর গভীর রাতে জেলার পলাশবাড়ীর টোংড়াদহ নামক স্থানে করতোয়া নদীর বাঁধ ভেঙে গেছে। ফলে আশেপাশের গ্রামসহ গোবিন্দগঞ্জের হাসপাতালসহ বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে। প্লাবিত হয়েছে নতুন করে ২১টি গ্রাম।
পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকসেদ চৌধুরী বিদ্যুৎ জানান, করতোয়া নদীর ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও গাইবান্ধা সদরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ড জানান, গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গোবিন্দগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, বন্যার পানি ঢুকে গোবিন্দগঞ্জ শহরের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, সাব রেজিস্ট্রার অফিসসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে।
জাসদ নেতা নুরুজ্জামান প্রধান বলেন, প্লাবিত হয়েছে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার অন্তত ২১ গ্রাম। পানি উঠতে শুরু করেছে গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে। এ ছাড়াও জেলার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাটসহ সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
নতুন করে বন্যায় করতোয়া নদীর বাঁধ ভেঙে পানিতে ডুবে গেছে নদী তীরবর্তী ২১টি গ্রামের কলা, আখ ও রোপা আমনসহ বিভিন্ন শাক-সবজি ক্ষেত। পানিবন্দি হয়েছে অন্তত ১০ হাজার পরিবার। এসব এলাকায় এখনো সরকারি-বেসরকারি কোনো ত্রাণ পৌঁছেনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status