বাংলারজমিন

খুলনায় ৮ হাজার কেজি সরকারি চাল জব্দ

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৮:০৫ পূর্বাহ্ন

খুলনা মহানগরীর রূপসা সেতু সংলগ্ন এলাকায় রূপসা অটোরাইস মিল থেকে সরকারি ৮ হাজার কেজি চাল জব্দ করেছে র‌্যাব-৬। গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে লবণচরা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-বটিয়াঘাটার খারাবাদ এলাকার আফছার আলী আকুঞ্জির ছেলে মো. সামসুল ইসলাম ওরফে শাহাজাদা আকুঞ্জি (২৮) ও বাগেরহাটের মোরেলগঞ্জের কুটিবাড়ী এলাকার হামিদ উদ্দিন তালুকদারের ছেলে মো. মোস্তফা কামাল তালুকদার (৪৮)।
র‌্যাব সূত্র জানিয়েছেন, নগরীর রূপসা সেতু সংলগ্ন মেসার্স রূপসা অটোরাইস মিলের মধ্যে কতিপয় অসাধু ব্যবসায়ী (‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদপ্তরের সীলমোহর যুক্ত) সরকারি চাল মজুত করে কালোবাজারির মাধ্যমে ক্রয়-বিক্রয় করছে; এমন তথ্যের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে অভিযান চালিয়ে মেসার্স রূপসা অটোরাইস মিল থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- খুলনার বটিয়াঘাটার খারাবাদ এলাকার আফছার আলী আকুঞ্জির ছেলে মো. সামসুল ইসলাম ওরফে শাহাজাদা আকুঞ্জি (২৮) ও বাগেরহাটের মোরেলগঞ্জের কুটিবাড়ী এলাকার হামিদ উদ্দিন তালুকদারের ছেলে মো. মোস্তফা কামাল তালুকদার (৪৮)। ঘটনাস্থল থেকে খারাবাদ এলাকার আলী আকবর আকুঞ্জির ছেলে মো. আতিকুর রহমান আকুঞ্জি (৫০) কৌশলে পালিয়ে যায়। সেখান থেকে ২৬৭ বস্তায় ভর্তি মোট ৮ হাজার ১০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। এ ছাড়া একটি বস্তা সেলাইয়ের মেশিন, একটি ট্রাক, একটি ট্রলার, দু’টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
আসামিদের জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানিয়েছে, অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে দীর্ঘদিন তারা সরকারি চাল মজুত করে কালোবাজারির মাধ্যমে ক্রয়-বিক্রয় করছিল। সরকারি সিল লাগানো বস্তাগুলো পরিবর্তন করে অন্য বস্তায় চাল প্যাকেটিং করে ক্রয়-বিক্রয় করতো। এ ঘটনায় লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status