দেশ বিদেশ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে ছাত্রলীগের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৯:২৬ পূর্বাহ্ন

সিলেট এমসি কলেজ ও খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ করেন তারা। সমাবেশ থেকে ঢাবি ছাত্রী ধর্ষণের বিচারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ সংগঠনটির বিভিন্ন শাখার নেতাকর্মীরা। সমাবেশে আল নাহিয়ান খান জয় বলেন, আজকে আমার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার মিডিয়ার সামনে এসে বলছে, তার নিজ সংগঠনের ভাইয়েরা তাকে ধর্ষণ করেছে। ফেসবুকে লাইভে এসে আমার বোনকে পতিতা বলে প্রচারের ভয় দেখায়। মামলার পর তারা আবার ধর্ষকের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে বিক্ষোভ করে। কত বড় স্পর্ধা এদের। ছাত্রলীগ তাদের ছেড়ে দেবে না। ফেসবুকে অপপ্রচার না করে সাহস থাকলে সামনে আসেন। তিনি বলেন, নুর ডাকসুর যত ভিপি আছে, সবার মর্যাদাহানি করেছে। গুজব বাহিনী দ্বারা তিনি ডাকসুর ভিপি হয়েছিলেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই নাটকবাজ নুর সবাইকে ভুল বুঝিয়ে নিজের স্বার্থ হাসিল করেছে। নুরু গংরা শিবিরদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ গঠন করেছে, কীসের ছাত্র অধিকার পরিষদ? অপনারা তো দেখছেন এটা ধর্ষক অধিকার পরিষদে পরিণত হয়েছে। সনজিত চন্দ্র দাস বলেন, ডাকসুর সাবেক ভিপি এখন সাবেক নাট্যকারে পরিণত হয়েছে। নুর আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমি নাকি মামলা করেছি। কিন্তু আমি ওই বোনের পক্ষে মামলা করতে পারলে গর্বিত হতাম। আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, যেখানে কেউ ধর্ষণের স্বীকার হবে তার পাশে দাঁড়াবো। একই সময় জাতীয় জাদুঘরের সামনে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নিয়ে মানববন্ধন করেন ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান। এরপর তিনিও ছাত্রলীগের বিক্ষোভে একাত্মতা পোষণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status