খেলা

মোদি সরকারের আমলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ১:১২ পূর্বাহ্ন

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতায় গত সাত বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না প্রতিবেশী দেশ দুটি। বহুল আকাঙ্ক্ষিত সিরিজ দেখার স্বাদ সহসাই দর্শকদের মিটছে না বলে মত শহীদ আফ্রিদির। সাবেক পাকিস্তান অধিনায়ক মনে করেন নরেদ্র মোদি সরকারের আমলে পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজ অসম্ভব।

আরব নিউজকে দেয়া সাক্ষাতকারে আফ্রিদি বলেন, ‘পাকিস্তান সরকার সব সময় প্রস্তুত। কিন্তু বর্তমান ভারত শাসনের সময় দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের (পাক-ভারত সিরিজের) কোনো সম্ভাবনা নেই। মোদিকে ক্ষমতায় রেখে এমনটা হবে বলে আমি মনে করি না।’

২০১২-১৩ মৌসুমে শেষবার ভারতের মাটিতে হয়েছে দু’দলের দ্বিপাক্ষিক সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। ভারত শেষবার পাকিস্তান সফর করেছে ২০০৬ সালে। গত ফেব্রুয়ারিতেও একবার নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন আফ্রিদি। তখনও আফ্রিদি ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নষ্টের জন্য দায়ী করেন নরেন্দ্র মোদিকে।

ভারতে শহীদ আফ্রিদির জনপ্রিয়তা অনেক। আরব নিউজের সঙ্গে আলাপচারিতায় ভারতীয় সমর্থকদের ভালবাসাকে সম্মান করেন বলেও জানান অফ্রিদি। তিনি বলেন, ‘আমি যে পরিমাণ ভালবাসা পেয়েছি সেটাকে সব সময় সম্মান করি। ভারতে ক্রিকেট খেলা আমি দারুণ উপভোগ করেছি। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের মেসেজ পাই। উত্তরও দেয়ার চেষ্টা করি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status