বাংলারজমিন

তিতাসে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

কুমিল্লার তিতাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার দুপুর ১টায় গাজীপুরস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর বাসস্টেশনে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন সাদ্দাম তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৫শে সেপ্টেম্বর রাতে দৈনিক ভোরের পাতা অনলাইন সংস্করণে ‘মাদক স¤্রাট তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। সম্প্রতি মাছিমপুর বাজারে যার দোকান থেকে বিয়ার উদ্ধার হয়েছে সংবাদে তাকে মামা বানানো হলেও বাস্তবে উনার সঙ্গে আমার কোনো আত্মীয় সম্পর্ক নেই। আমার তিন মামা বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। কোনো মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে আমি এবং আমার সংগঠনের কেউ জড়িত নয় বলে দাবি করে তিনি আরো বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এবং আমি যাতে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি সেই জন্য একটি কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে।
সংবাদ সম্মেলন শেষে প্রায় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর বাসস্টেশনে মানববন্ধন এবং টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
উক্ত সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি আরিফুল ইসলাম মুন্সি, মো. পাভেল মাহমুদ, রফিকুল ইসলাম, মো. সজীব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব আলম সাইমন, এমরান হোসেন, জাহিদ হাসান প্রলয়, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন আহমেদ ও ফয়সাল আহমেদ ফকির প্রমুখ।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status