বাংলারজমিন

ধর্ষক রনির প্রকাশ্যে শাস্তি চান এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

সিলেট এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে তীব্র আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। ন্যক্কারজনক এ ঘটনার একদিন পেরিয়ে গেলেও কোনো ধর্ষক গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ সারা দেশ। ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের কলঙ্কজনক এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের একজন হবিগঞ্জের শাহ মাহবুবুর রহমান রনি।
সে শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের শাহ জাহাঙ্গীর আলমের ছেলে। এমসি কলেজে সে ছাত্রলীগের রাজনীতি করতো। তার ঘৃণিত এ কাজের জন্য খোদ তার গ্রামের লোকজনও দাবি করছেন তার গ্রেপ্তারের। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট দিয়ে তাকে ধরিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন। তার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার এলাকাবাসী। এরই মধ্যে তাকে ধরতে তার বাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। জেলার অন্যান্য থানাও তার অবস্থান সম্পর্কে জানতে রয়েছে সতর্ক অবস্থানে। কিন্তু এখনো অধরা রয়েছে ছাত্র নামধারী এ নরপশু। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল-মামুন জানান, আসামি রনিকে ধরতে পুলিশ তার বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। আমরা চেষ্টা করছি তার অবস্থান নিশ্চিত করে তাকে আইনের আওতায় আনার। সুজন হবিগঞ্জের সাধারণ সম্পাদক এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, ধর্ষক রণিকে ধরিয়ে দিতে হবিগঞ্জে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। এদেরকে দ্রুত গ্রেপ্তার করে প্রকাশ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে অন্য কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়। মানবাধিকারকর্মী ও কবি তাহমিনা বেগম গিনি জানান, এ ঘৃণিত ঘটনা একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে। ধর্ষকদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status