বাংলারজমিন

সুনামগঞ্জে মানববন্ধন

এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে

সুনামগঞ্জ প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৮:৪৩ পূর্বাহ্ন

সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে আটকে গৃহবধূকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে ‘নারী নির্যাতন প্রতিরোধে জনগণ’ সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গৃহবধূর স্বামীকে ঘরের ভিতর আটকে বর্বরোচিত এ নির্যাতনের ঘটনায় সারা দেশ লজ্জিত। নারীদের ওপর এমন নির্মম নিষ্ঠুরতার জন্য অপরাধী যেই হোক তার উপযুক্ত শাস্তি পেতে হবে। সে যে দলেরই নেতা বা কর্মী হোক। দ্রুত এ ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, কবি ও লেখক শামস শামীম, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুব্রত সরকার, সাবেক যুুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সত্যজিৎ আচার্য ও নরেন ভট্টাচার্য, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিব রহমান, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status