বাংলারজমিন

ওমানে ভাগিনার হাতে খুন চট্টগ্রামের দুই সহোদর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৮:১৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভাগিনার হাতে খুন হয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আপন দুই সহোদর। তারা হলেন- মো. জানে আলম (৪০) ও মো. হাবিব (৩৮)। ঘুমন্ত অবস্থায় তাদের জবাই করে খুন করা হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।
গত বৃহসপতিবার দিবাগত রাত ১টার দিকে ওমানের ইবরি প্রদেশে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে এই খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম শুরু হয়। নিহত দুই সহোদর বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী মনুপাড়ার সামশুল আলমের ছেলে। এ ঘটনায় ভাগিনা মো. জাবেদকে ওমান রয়্যাল পুলিশ আটক করেছে। আর নিহত দুই সহোদরের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নিহতদের চাচাতো ভাই পেয়ার মুহাম্মদ। তিনি জানান, জানে আলম ও হাবিব ওমানের ইবরি প্রদেশে গ্রিল ওয়ার্কসপের ব্যবসা করতো। দোকানে কর্মচারী হিসেবে খালাতো বোনের ছেলে মো. জাবেদকে ওমানে নিয়ে গিয়েছিল। জাবেদ উপজেলার শাকপুরার ১নং ওয়ার্ডের উত্তরপাড়ার জহির আহমদের ছেলে। তিনি আরো জানান, জাবেদ বৃহসপতিবার রাতে ঘুমন্ত অবস্থায় হাবিবকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। এসময় তার পাশে ঘুমিয়ে থাকা জানে আলম জেগে গেলে তাকেও কুপিয়ে হত্যা করে। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে রুমে থাকা ৫/৬ জনকেও আহত করে গাঢাকা দেয় সে। খবর পেয়ে ওমান রয়্যাল পুলিশ প্রথমে রুমে থাকা ৩ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে ঘাতক জাবেদকে পুলিশ আটক করেছে। নিহত জানে আলমের ৩ কন্যা সন্তান ও হাবিবের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনায় বোয়ালখালীতে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। জানে আলম ও হাবিবের মা রুপা আকতার দুই সন্তানকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status