বাংলারজমিন

পাটকল রক্ষা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যপরিষদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৮:১৬ পূর্বাহ্ন

রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধকালীন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে পাটকল রক্ষা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ। গতকাল দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ২রা অক্টোবর বিকালে বিআইডিসি রোডের ক্রিসেন্ট গেট চত্বরে শ্রমিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ঐক্য পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রুহুল আমিন। লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত  ২রা জুলাই মহামারি করোনার মধ্যে এক নোটিশে দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে ৫৭ হাজার ১৯১জন শ্রমিককে বেকার করে দেয়া হলো। যা সম্পূর্ণ শ্রমিক স্বার্থ পরিপন্থি। বন্ধের সময় সরকার পাটকলগুলো আধুনিকায়ন করে অতিদ্রুত তথা তিন মাসের মধ্যে চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। একইসঙ্গে শ্রমিকের সব বকেয়া পাওনা এককালীন পরিশোধের ঘোষনা দেয়া হয়। পাটকল বন্ধের সময়ে ঘোষণা দেয়া হয়েছিল-পরবর্তী তিনদিনের মধ্যে প্রত্যেক শ্রমিকের হিসাব মিলগেটে টানিয়ে দেয়া হবে। তিন মাসেও সেই নোটিশ টানাতে পারেনি। কতিপয় শ্রমিক পাওনা পেলেও হিসাবে রয়েছে গরমিল। এছাড়া অস্থায়ী শ্রমিকদের কেনো বকেয়া অর্থ দেয়া হবে?
রাষ্ট্রীয় জুটমিলগুলো ব্যবসায়ীদের হাতে তুলে না দিয়ে অবিলম্বে সরকারি উদ্যোগে চালু করে আধুনিকায়নের দাবি জানান। তারা আরো বলেন, শ্রমিকদের সকল বকেয়া পাওনা সঠিক হিসাবের ভিত্তিতে এককালীন পরিশোধ করতে হবে। অতিবিলম্বে ২৫টি পাটকল চালুর দাবিতে আগামী ২রা অক্টোবর বিকাল ৪টায় ক্রিসেন্ট গেট চত্বরের বিআইডিসি রোডে শ্রমিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে পাটকল রক্ষা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status