বাংলারজমিন

মদনে পানির নিচে ৬শ’ হেক্টর ফসলি জমি

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৭:৫৫ পূর্বাহ্ন

অবিরাম বর্ষণ ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে, নেত্রকোনার মদন উপজেলার মগড়া, সিনাই, বয়রাহালা, ধলাই নদীসহ খালবিলে পানি বৃদ্ধির ফলে গত ৫ দিনে সদ্য রোপণকৃত ৬শ’ হেক্টর আমন ধানের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। তবে কৃষকদের মতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাকি আমন ফসলি  জমিগুলো হুমকির মুখে রয়েছে। গেল বোরো ধানের বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে এলাকার কৃষকগণ এবার আমন ধান চাষের ওপর মনোযোগী হন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে মদন পৌরসভাসহ উপজেলার ৭ ইউনিয়নে ১১ হাজার ৭শ’ ৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ১০ হাজার ৫শ’ হেক্টর জমিতে আমন ফসল রোপণ করা হয়েছে। গত মঙ্গলবার থেকে আজ রোববার পর্যন্ত ঢলের পানিতে রোপণকৃত ৬শ’ হেক্টর আমন জমি ফসল তলিয়ে গেছে। রোববার  বিভিন্ন এলাকার সরজমিন ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তলিয়ে যাওয়া জমির পরিমাণ ২ হাজার হেক্টরের বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় আমন চাষে বাম্পার ফলনের আশা ছিল কৃষকদের। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। মদন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হাছান জানান, বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীগুলোর পানি বৃদ্ধির ফলে উপজেলায় সদ্য রোপণকৃত ৬শ’ হেক্টর আমন জমি ফসল  পানিতে তলিয়ে গেছে। আরো বহু জমি তলিয়ে যাওয়ার হুমকির মুখে রয়েছে। আবহাওয়া ভালো হলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।
উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনেই নতুন করে জমি তলিয়ে যাওয়ার সংবাদ পাচ্ছি। বিষয়টি প্রশাসনের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status