বাংলারজমিন

হাটহাজারীতে বহিষ্কৃত চেয়ারম্যান স্বপদে বহাল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ৮:১৯ পূর্বাহ্ন

করোনাকালে ত্রাণের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারকে গত ১২ই এপ্রিল বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘ পাঁচ মাস বহিষ্কৃত থাকার পর সরকারের বহিষ্কার আদেশের উপর আদালত থেকে স্থগিতাদেশ এনে তিন মাসের জন্য আগামী রোববার থেকে নিজ পদে ফিরে আসছেন।
এদিকে নুরুল আবছার ফিরে আসাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় অনেকেই। এতে করে দুর্নীতিবাজরা আরো উৎসাহিত হবেন। তাদের সাহস আরো বাড়বে। আবার অনেকে বলছেন, সাময়িক বরখাস্তের ফলে কিছুটা শাস্তি তো চেয়ারম্যানের হয়েছে। সমাজে ও এলাকায় তিনি হেয়প্রতিপন্ন হয়েছেন। আশা করি ভবিষ্যতে আর দুর্নীতিতে লিপ্ত হবেন না। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছারকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার পর চেয়ারম্যান উচ্চ আদালতে রিট করে আবার তিন মাসের জন্য স্বপদে ফিরে আসছেন। বরখাস্ত হওয়া মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার এর কাছে জানতে চাইলে তিনি মানবজমিনকে মুঠোফোনে জানান, আল্লাহ্‌র রহমতে সকলের দোয়ায় আমি আবার ইউনিয়ন পরিষদে স্বপদে ফিরে এসেছি। আমি সুস্থ সুন্দরভাবে কাজ করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status