প্রথম পাতা

গু ড নি উ জ

১লা অক্টোবর থেকে ওমান যাত্রায় বাধা নেই

কূটনৈতিক রিপোর্টার

২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ৯:১০ পূর্বাহ্ন

কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই আগামী ১লা অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন করোনার কারণে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীরা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেন, আজকে একটু আগে আরেকটা গুড নিউজ পেলাম। ওমানে আমাদের যারা এখানে আটকা পড়েছেন, তারা নিশ্চিন্তে যেতে পারবেন। ওমান সরকার আমাদের জানিয়েছে, যত বাংলাদেশি এখানে আটকে পড়েছেন, যারা ওমানে যেতে চান, তারা কোনো বাধা ছাড়াই যেতে পারবেন। তবে দেশটিতে কয়েকটি বিষয় মানতে হবে। তাদের গমনেচ্ছু প্রত্যেকের বৈধ ওমানি রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড-১৯ পিসিআর টেস্ট এবং ওমানে পৌঁছার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। তারা যেকোনো এয়ারলাইন্সে আরোহী হতে পারবেন।

আকামা নবায়নে আগে সৌদি পৌঁছাতে হবে:
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন গতকালও বলেছেন, ভিসা এবং আকামা (কাজের অনুমতি) সমস্যা সমাধানের পাশাপাশি বিমান এবং সৌদি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ায় খুব শিগগিরই আটকা পড়া বাংলাদেশি শ্রমিকরা তাদের কর্মস্থল সৌদি আরবে ফিরে যেতে পারবেন। সৌদি সরকারের সম্মতির বিষয়ে গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অবতরণের অনুমতি দিয়েছে যা সুষ্ঠুভাবে বাংলাদেশিদের সৌদি যেতে সহায়তা করবে। বাংলাদেশ সরকারও সৌদির সকল এয়ারলাইন্সকে অবতরণের এবং বাংলাদেশিদের সৌদিতে ফেরত নেয়ার অনুমতি দিয়েছে। এ প্রসঙ্গে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সৌদি সরকার আমাদের লিখিতভাবে বিষয়গুলো জানিয়েছে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যারা তাদের কর্মস্থলে ফিরতে চান, সৌদি সরকার তাদের ভিসার মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। গত রোববার থেকে ঢাকাস্থ সৌদি দূতাবাসে ভিসা নবায়নের আবেদন গ্রহণ শুরু হবে। নবায়নের প্রয়োজনীয়তা রয়েছে এমন সংখ্যা খুব বেশি হবে না মন্তব্য করে মন্ত্রী বলেন, কয়েকজনের ভিসার মেয়াদ শেষ হয়েছে, এমন না যে সবার ভিসার মেয়াদ শেষ। আকামার বিষয়ে মন্ত্রী বলেন, এখন সফর মাস। বাংলাদেশের শ্রমিকদের আকামা চলতি সফর মাসের শেষ দিন পর্যন্ত অর্থাৎ আরো ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে এটি আরো বাড়বে। দূতাবাস আকামা দেয় না উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি নিয়োগকর্তা এবং শ্রমিকের মধ্যকার বিষয়। আকামা নবায়নের প্রয়োজন থাকলে প্রবাসীকে অবশ্যই আগে সৌদি আরব পৌঁছাতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status