বাংলারজমিন

চট্টগ্রাম থেকে যাত্রী সেজে কার ছিনতাই, আটক ৩

ফেনী প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ৮:৩৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের পাঁচলাইশ থেকে যাত্রী সেজে প্রাইভেটকার ভাড়া করে তিন যুবক। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেনীর দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট বাজার সংলগ্ন নির্জন স্থানে গিয়ে গাড়ি চালককে হাত-মুখ বেঁধে এলাকায় ফেলে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গত বুধবার মধ্যরাতে সোনাগাজীর বখতারমুন্সী এলাকা থেকে ছিনতাইকৃত প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- বান্দরবান জেলার সদর থানার উজানীপাড়া গ্রামের সজীব বড়ুয়ার ছেলে সুমন বড়ুয়া (২১), নোয়াখালীর সুধারাম থানার মতিপুর গ্রামের মো. জাফরের ছেলে মো. রাজিব হোসেন ইমন (২০), একই থানার করিতলা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আরিফ (১৯)। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, তিন ছিনতাইকারী যুবক চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে প্রাইভেটকার ভাড়া করে। ছিনতাইকারীরা দাগনভুঞা উপজেলার ফাজিলের ঘাট বাজার সংলগ্ন নির্জন স্থানে নিয়ে গাড়ি চালক খোরশেদের হাত-মুখ বেঁধে ফেলে রেখে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনাগাজী থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। ওসি সাজেদুল আরো জানান, ছিনতাইকারীদের ধরতে আশেপাশের জনপ্রতিনিধিদের রাস্তায় ব্যারিকেড দেয়ার অনুরোধ করেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশের কয়েকটি টিম তাৎক্ষণিক উপজেলার ডাকবাংলা, কাজীরহাট, কুঠিরহাটসহ কয়েকটি পয়েন্টে সড়ক ব্যারিকেড দেয়। ছিনতাইকারীরা ব্যারিকেড দেখে বক্তারমুন্সি বাজারে প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। পরে বক্তারমুন্সি এলাকা থেকে ছিনতাইকৃত প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ। এ সময় চালক তার গাড়িটি শনাক্ত করে। ছিনতাইকারীদের আটকে রাতভর অভিযান চালালে বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারী চক্রের তিনজনকে আটক করে পুলিশ।
ওসি জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status