বাংলারজমিন

মহসেন জুট মিলস শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ৮:১৫ পূর্বাহ্ন

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। পুর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনরত বীর মুক্তিযোদ্ধা শ্রমিকসহ সাধারণ শ্রমিক-কর্মচারীরা এ কর্মসূচি শুরু করে।  বৃহস্পতিবার সকাল ১১টায় মহসেন জুট মিলের প্রধান ফটকের সামনে পদযাত্রা  কর্মসূচি শুরু করে সোনালী জুট মিলের সামনে পথসভা করে।  খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ী গেটের গুরুত্বপুর্ণ সড়ক প্রদিক্ষণ করে জনতা মার্কেটের সামনে পথসভা করে। পথসভা চলাকালীন সময়ে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান শ্রমিক নেতাদের মোবাইল ফোনে কথা বলেন এবং আন্দোলনরত বয়োবৃদ্ধ বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ  শ্রমিক-কর্মচারীদের কর্মসূচি সংক্ষিপ্ত করে বাড়ি ফিরে যেতে বলেন। এ সময় তিনি বলেন, শ্রমিকের পাওনা পরিশোধের ব্যাপারে ইতিমধ্যে মহসেন জুট মিলের মালিকের বিরুদ্ধে আমি বাদী হয়ে শ্রম আদালতে মামলা দায়ের করেছি। এছাড়া মিলের শ্রমিক কলোনীর তিন একর জমি মিল মালিক বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধ করার যে প্রতিশ্রতি দিয়েছেন, সে ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। সে সকল প্রক্রিয়া সম্পন্ন হলে অতি দ্রুত শ্রমিকরা তাদের নায্য পাওনা বুঝে পাবেন। শ্রম পরিচালকের এ আশ্বাসে শ্রমিকরা তাদের কর্মসূচি সংক্ষিপ্ত করে দুপুর ১টায় শেষ করেন।
ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক মো.  আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তান সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, ব্যক্তি মালিকানাধীন পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম  রসুল, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও এ্যাজাক্স জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক লীগ নেতা ও ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক লিয়াকত মুন্সি, ওয়াহিদ মুরাদ, আব্দুস সালাম গাজী, মো. কাবিল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইন্‌িজল কাজী, ক্বারী আশহাফ উদ্দিন, মো. বকতিয়ার, শেখ এমরান, তোফাজ্জেল হোসেন, আ. ওয়াদুদ, ওবায়দুর রহমান, আ. ওহাব, আমির মুন্সি, এরশাদ আলী, মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।
শ্রমিক নেতা গোলাম রসুল খান বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে মহসেন জুট মিলের শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে শ্রম পরিচালকের দপ্তর থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে। তা না হলে লাগাতার রাজপথ রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া আজ বিকাল ৪টায় মহসেন জুট মিল শ্রমিক কলোনীতে শ্রমিক জনসভার মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
মহসেন জুট মিলের ৩৪৭ শ্রমিক ও ৫০ জন কর্মচারীর মোট পাওনা ১০ কোটি ৬০ লাখ টাকা। ২০১৪ সালে মিলটি স্থায়ীভাবে বন্ধ হয়। এর আগে ২০১৩ সালের ১৯শে জুলাই এক দাপ্তরিক আদেশের মাধ্যমে মিলটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে শ্রমিক-কর্মচারীদের ক্ষতিপূরণ, লে-অফ বেনিফিট, গ্রাচুইটির পাওনাদি পরিশোধের কথা থাকলেও সাত বছরেও তা করা হয়নি। 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status