অনলাইন

‘আমরা নেটওয়ার্কের’ ১০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন

স্টাফ রিপোর্টার

২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১২:০৪ অপরাহ্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘আমরা নেটওয়ার্কের’ ১০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের ৭৪১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
এই বন্ডের বৈশিষ্ট্য হলো- নন-কনভার্টেবল, পূর্ণ অবসায়নযোগ্য, অনিরাপদ, অতালিকাভুক্ত এবং জিরো কুপন বন্ড। যার কুপন হার ৮.৬৮-৯.৭৩ শতাংশ। বন্ডটি বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ‘আমরা নেটওয়ার্কস’ নতুন একটি প্রকল্প বাস্তবায়ন, ঋণ পরিশোধ ও চলতি মূলধন প্রয়োজনীয়তা মেটানোর কাজে লাগাবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা। এ বন্ডের ট্রাস্টি হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেড। লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

আমরা কোম্পানিজ গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার এনামুল হক বলেন, ‘আমরা নেটওয়ার্ক লিমিটেড সব সময় গ্রাহক এবং বিনিয়োগকারীদের স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জিরো বন্ড কুপনের মাধ্যমে আমরা তথ্য-প্রযুক্তি উদ্ভাবনী এবং সেবায় আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো বলে আশা করি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status