অনলাইন

পিয়াজের বাজার অস্থিতিশীলকারীদের আইনের আওতায় আনা হবে: বাণিজ্য সচিব

অনলাইন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ১০:৩৩ পূর্বাহ্ন

দেশের পিয়াজের বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে দেশপ্রেমহীন সিন্ডিকেট ব্যবসায়ীরা রয়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব ডক্টর জাফর উদ্দীন। তিনি বলেন, যারা পিয়াজের বাজার অস্থিতিশীল করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি পিয়াজ আমদানি না করে কীভাবে রপ্তানি করা যায়, সে বিষয়ে তিন বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পিয়াজ উৎপাদনে সরকারের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে আশ্বাস দেন সচিব।

বুধবার মানিকগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে অনুষ্ঠিত সভায় অংশ নিয়ে সচিব এসব কথা বলেন।

সচিব বলেন, ভারত পিয়াজ রপ্তানি বন্ধ করার একদিনের ব্যবধানে দেশে দাম বাড়ার কোনও কারণ নেই। এখনও ভারতের পিয়াজ আমাদের দেশে আসেনি, তার পরেও দাম কমে এসেছে। সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছে।

সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সম্প্রতি পিয়াজের বাজার অস্থিতিশীল হওয়া নিয়ে আলোচনা হয়। সভায় কৃষকরা জানান, বাজারের যে পিয়াজ বীজ পাওয়া যায়, তার চেয়ে ভারতের বীজ উৎপাদন করলে দ্বিগুণের বেশি ফসল উৎপাদন সম্ভব। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে উন্নত মানের বীজ, স্বল্পসুদে ঋণ ও পিয়াজ সংরক্ষণের ব্যবস্থা কোর বিষয়ে গুরুত্বারোপ করেন কৃষকরা।

জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে মানিকগঞ্জ সার্কিট হাউজে বিকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, ক্যাবের জেলার সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপ। মতবিনিময় সভায় প্রান্তিক কৃষক, ব্যবসায়ী, প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, বাজার মনিটরিং কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status