অনলাইন

করোনার বিরুদ্ধে অনাক্রমতা গড়ে তুলতে পারে ডেঙ্গু!

নিজস্ব সংবাদদাতা

২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ১০:২১ পূর্বাহ্ন

করোনা আতঙ্কে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যেই ডেঙ্গুর কথা সাধারণ মানুষ প্রায় ভুলতে বসেছিল। এবার করোনার সঙ্গে ডেঙ্গুর একটা যোগসূত্র পেয়েছেন গবেষকরা। ব্রাজিলে করোনা ভাইরাসের চরিত্র বিশ্লেষণ করে নতুন গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। করোনা ভাইরাসের বিস্তার এবং ডেঙ্গু জ্বরের অতীতের প্রাদুর্ভাবের মধ্যে একটি যোগসূত্র পাওয়া গিয়েছে। যা মশার সংক্রমণজনিত অসুস্থতার ফলে কোভিড-১৯ এর বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম । ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিগুয়েল নিকোলিসের নেতৃত্বে প্রকাশিত প্রতিবেদনটিতে ২০২০-এ করোনা ভাইরাসের বিস্তার লাভের প্রসঙ্গটিকে , ২০১৯ -এ ডেঙ্গু ছড়িয়ে পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের হার এবং ধীরে ধীরে বৃদ্ধি এমন জায়গাগুলোতে লক্ষ্য করা গেছে যে অঞ্চলগুলো গত বছর তীব্রভাবে ডেঙ্গুর কবলে পড়েছিল । গবেষকরা বলছেন, 'ডেঙ্গুর ফ্লাভিভাইরাস সেরোটাইপস এবং SARS-COVID-19 এর মধ্যে ইমিউনোলজিকাল ক্রস-প্রতিক্রিয়াশীলতার সম্ভাবনা দেখা গেছে । যদি তা সঠিক প্রমাণিত হয় তবে এই হাইপোথিসিসের অর্থ দাঁড়ায় যে, ডেঙ্গু সংক্রমণ বা ডেঙ্গু ভ্যাকসিনের প্রয়োগে করোনা ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে পারে মানব শরীরে। গবেষণায় দেখা গিয়েছে যে, যাদের রক্তে ডেঙ্গু অ্যান্টিবডি রয়েছে এমন লোকেরা কোভিড-১৯ পজিটিভ হতে পারেন। এমনও হতে পারে তারা হয়তো কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন। যার অর্থ, দুটি ভাইরাসের মধ্যে একটি ইমিউনোলজিক চরিত্র রয়েছে যা কেউ প্রত্যাশাও করতে পারেনি, কারণ দুটি ভাইরাস সম্পূর্ণ আলাদা গ্রুপ থেকে এসেছে। তবে বিষয়টিকে প্রতিষ্ঠা করতে হলে আরো পরীক্ষা -নিরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন ব্রাজিলের পর্যবেক্ষকরা। ব্রাজিল বিশ্বের তৃতীয় সর্বোচ্চ কোভিড-১৯ আক্রান্ত দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পিছনেই রয়েছে ব্রাজিল। দেশের সান্তা ক্যাটরিনা, রিও গ্র্যান্ডে দ্য সুল, মাতো গ্রোসো দ সুল এবং মিনাস গেরেইসের মতো রাজ্যে, গত বছর এবং এই বছরের শুরুর দিকে ডেঙ্গু হওয়ার প্রবণতা দেখা গেছে , এসব জায়গায় করোনার থাবা সেভাবে লক্ষ্য করা যায়নি। অন্যদিকে আমাপু, মারানহো এবং পেরির মতো রাজ্যে যেগুলোতে ডেঙ্গির কম প্রকোপ ছিল, সেখানে করোনা ভালোমতোই থাবা বসিয়েছে । ল্যাটিন আমেরিকা , প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ গুলোতে এই ধরনের কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা তা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন গবেষকরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status