এক্সক্লুসিভ

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ-সালমান এফ রহমান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৮:২৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাকে ছাড়া বাংলাদেশকে কল্পনাই করা যায় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আজ তার সমস্ত পরিকল্পনাকে কাজে লাগিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ আজ বিশ্বের বুকে এক অনন্য উচ্চতায় দাঁড়িয়েছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেই এসব কিছু সম্ভব হয়েছে। তাই এই পরিবারের প্রতি সমগ্র জাতি কৃতজ্ঞ। মঙ্গলবার বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে উপজেলা আব্দুল ওয়াছেক মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত ম্যুরাল উদ্বোধন এবং বঙ্গবন্ধু নবাবগঞ্জ পদার্পণের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখিয়ে গেছেন তার ধারাবাহিকতায় আজকে জননেত্রী শেখ হাসিনার সরকার  তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। এর আগে সকাল ১০টায় ১৯৭০ সালের ২২শে সেপ্টেম্বর এই দিনে নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদার্পণ করায় দিনটিকে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভা শেষে দোয়া মাহফিল ও পরে বেলা সাড়ে ১২টায় পরিষদ চত্বরে উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে উপজেলার ১৪ ইউপি চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধান অতিথির পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। কলাকোপা ইউপি চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন সাবেক গণপরিষদ সদস্য আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু, সাবেক সংসদ সদস্য খন্দকার হারুন উর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এইচ এম হান্নান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুবকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, নবাবগঞ্জ থানা ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status