বাংলারজমিন

রাতারগুল ওয়াচ টাওয়ার বন্ধ ঘোষণা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:৩০ পূর্বাহ্ন

সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল সোয়াম ফরেস্টের পর্যটকদের জন্য তৈরি ওয়াচ টাওয়ার বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০১৩-১৪ অর্থ বছরে দৃষ্টিনন্দন এ টাওয়ার স্থাপন করে বনবিভাগ। টাওয়ারে উঠে পুরো রাতারগুল সোয়াম ফরেস্টের সৌন্দর্য্য উপভোগ করতেন এখানে ঘুরতে আসা পর্যটক দর্শনার্থীরা। শুরু থেকেই কারিগরি ত্রুটি থাকায় বন বিভাগের এ টাওয়ার ঝুঁকিপূর্ণভাবে ব্যবহৃত হয়ে আসছিল। সৌন্দর্য্য অবলোকনে টাওয়ারের উপরে পর্যটকরা ওঠার পর টাওয়ারটিতে কাঁপাকাঁপি শুরু হয়। ফলে শুরু থেকেই টাওয়ারটি ঝুঁকিপূর্ণভাবেই পর্যটক সেবা চালু ছিলো। সম্প্রতি এই টাওয়ারে পর্যটকরা ওঠার পর তা আরো ঝুঁকিপূর্ণ ও পর্যটক পদভারে ভেঙে পড়ার উপক্রম হলে রোববার দুপুর থেকে পর্যটক ওঠানামার ফটকে তালা ঝুলিয়ে তা বন্ধ ঘোষণা করে স্থানীয় বন বিভাগ। এ ব্যাপারে কথা হলে সারী রেঞ্জের রেঞ্জার সাদ উদ্দিন জানান, রাতারগুল সোয়াম ফরেস্টে পর্যটকদের জন্য তৈরি টাওয়ারটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যবহার ঝুঁকিপূর্ণ হওয়াতে রোববার দুপুর থেকে আমরা টাওয়ারটিতে সম্পূর্ণরূপে পর্যটক ওঠানামা বন্ধ করে দেই।
 এ বিষয়ে প্রকৌশলীরা আসবেন এবং তাদের দেয়া সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। গোয়াইনঘাটের উপজেলা নির্বার্হী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, বিষয়টি জেনেছি এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে আমি বন বিভাগের সঙ্গে যোগাযোগ করছি।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status