বাংলারজমিন

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয় শ্রমিকের লাশ উদ্ধার

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৮:১৩ পূর্বাহ্ন

 বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রভাত কুমার সিং (৩৭) নামের এক ভারতীয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে একটি বাঁশের সাঁকোর সঙ্গে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। প্রভাত কুমার সিং ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর থানার বহমনি গ্রামের জনক কুমার সিংয়ের ছেলে। তার পাসর্পোট নাম্বার আরএস ৫২১০৭৪০।
বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুরুল আলম বলেন, ‘খবর পেয়ে আমরা প্রভাতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত শেষে খুলনা মেডিক‌েল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিম বলেন, ‘রোববার রাত পৌনে বারোটার দিকে প্রভাত সিং বন্ধুদের সঙ্গে কলোনির সামনে কথা বলছিলেন। হঠাৎ একটা ফোন আসলে প্রভাত কুমার সিং ফোন রিসিভ করে কথা বলতে বলতে সামনে দিকে চলে যান। এরপর অন্য শ্রমিকরা ব্যারাকে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে প্রভাতকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন অন্য শ্রমিকরা। এক পর্যায়ে ব্যারাকের অদূরে একটি বাঁশের সাঁকোর সঙ্গে প্রভাত সিংয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্রমিকরা। তিনি আরও বলেন, ‘ইনডোয়েন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে ১৮ই আগস্ট তাপবিদ্যুৎ কেন্দ্রে আসেন প্রভাত। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়টি আমরা জানতে পারেনি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status