খেলা

নাদালের বিদায়, র‌্যাকেট ভাঙলেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৮:৫৯ পূর্বাহ্ন

ফরাসি ওপেনের আগে ধাক্কা খেলেন ‘ক্লে কোর্টের রাজা’ রাফায়েল নাদাল। ইতালিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা। তবে প্রত্যাশিত জয়ে সেমি-ফাইনালে উঠেছেন আসরের শীর্ষ বাছাই ও বিশ্বের এক নম্বকর খেলোয়াড় নোভাক জোকোভিচ। শনিবার রোমে দিয়েগো শয়ার্টসমানের বিপক্ষে ৬-২, ৭-৫ গেমে হার দেখেন  আসরের সর্বাধিক নয়বারের চ্যাম্পিয়ন নাদাল। আর্জেন্টিনার এই খেলোয়াড়ের বিপক্ষে এটা নাদালের প্রথম হার। অন্য ম্যাচে র‌্যাঙ্কিংয়ের ৯৭ নম্বর খেলোয়াড় জার্মানির ডমিনিক কোয়েপফারের বিপক্ষে দ্বিতীয় সেটে হেরে গিয়েছিলেন জোকোভিচ। দুই ঘণ্টারও বেশি সময়ের লড়াই শেষে ম্যাচ জেতেন ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে। আর সার্বিয়ান তারকার মেজাজ হারানোর ঘটনা ঘটেছে আবারও। একটি সার্ভিস গেমে হেরে যাওয়ার পর ক্ষোভে র‌্যাকেট ভেঙে ফেলেন ৩৩ বছর বয়সী জকোভিচ। দুই সপ্তাহ আগে অনিচ্ছাকৃত হলেও বল দিয়ে লাইন জাজকে আঘাত করায় দায়ে ইউএস ওপেন থেকে বহিষ্কৃত হন তিনি। এমন কাণ্ড ঘটানোর জন্য ইতালিয়ান ওপেনের শুরুতেও প্রশ্নের মুখোমুখি হন ১৭ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। আসর শুরু হওয়ার আগে এক প্রশ্নের জবাবে জকোভিচ বলেছিলেন, ‘ঘটনাটি জীবনেও ভুলবো না আমি। তবে এমন ঘটনা আমার দ্বারা আর ঘটবে না তা বলতে পারছি না।।’ আর শনিবার তিনি বলেন, ‘এটি আমার ক্যারিয়ারে প্রথম বা শেষ র‌্যাকেট ভাঙা নয়। এভাবেই আমি মাঝেমধ্যে ক্ষোভ প্রকাশ করি। শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য নিয়েও আমি একই রকম কাজ করছি।’


প্যারিসে আগামী ২৭শে সেপ্টেম্বর শুরু হবে ক্লে কোর্টের গ্র্যান্ড স্লাম আসর ফরাসি ওপেন। আসরে স্প্যানিয়ার্ড তারকা নাদাল সর্বাধিক ১১বার শিরোপা জিতেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status