খেলা

নিজেদের অর্জনকেও প্রশ্নবিদ্ধ করলেন সালাউদ্দিন!

স্পোর্টস রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৪:০২ পূর্বাহ্ন

গত ১২ বছর ধরে বাংলাদেশের ফুটবলের শীর্ষ পদে আছেন কাজী মো. সালাউদ্দিন। প্রস্তুতি নিচ্ছেন আগামী চার বছরের দায়িত্ব নেয়ার। তার আমলে জাতীয় দল বলার মতো কোনো সফলতা পায়নি। ফিফা র‌্যাঙ্কিংয়েও তলানিতে পৌঁছেছে বাংলাদেশ। উঠে আসেনি একজন সালাউদ্দিন, সালাম মুশের্দী, চুন্নু, আসলামের মতো তারকা। যাদের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হবেন দর্শক। এসময় তারকা ফুটবলার উঠে না আসার পেছনে মিডিয়ার দায় দেখছেন তিনি। আর জাতীয় দলের ব্যর্থতা ঢাকতে নিজেদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করেছেন বাফুফে সভাপতি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, আগে জাতীয় দল যে ম্যাচ খেলতো তার বেশির ভাগই ছিল বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় কিংবা ক্লাবদল। তখন ওইসব দলের বিপক্ষে জিতে বাহবা কুরাতাম আমরা। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। এখন আমাদের জাতীয় দলকে অন্যসব জাতীয় দলের সঙ্গেই খেলতে হয়। শক্তিশালী এসব দলের বিরুদ্ধে খেলার পরও আমাদের জাতীয় দলের জয়ের হার পূর্বের চেয়ে পাঁচ শতাংশ বেশি। তাই আমার কাছে মনে হয় আমাদের চেয়ে এখনকার জাতীয় দল অনেক বেশি শক্তিশালী। তারকা তৈরির বিষয়ে তিনি বলেন, তারকা সৃষ্টি করে মিডিয়া। কিন্তু আমি প্রায়ই লক্ষ্য করি মিডিয়া বর্তমান ফুটবলারদের উপেক্ষা করে, যারা ২০-২৫ বছর আগে ফুটবল ছেড়েছে তাদের সাক্ষাৎকার নিচ্ছে। তাদের বিভিন্ন টকশোতে আমন্ত্রণ জানাচ্ছে। এটা একটা ব্যবধান তৈরি করে দিচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status