দেশ বিদেশ

১৭ই সেপ্টেম্বরকে জাতীয় শিক্ষা দিবস ঘোষণার দাবিতে ৭১’র চেতনার মানববন্ধন

স্টাফ রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৮:১৯ পূর্বাহ্ন

১৭ই সেপ্টেম্বর, সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবিতে বৃহস্পতিবার বিকাল ৪ টায় ৭১’র চেতনা,  কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘর এর সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। ৭১’র চেতনা, কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পথসভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন- গৌরব ৭১-এর সভাপতি এফএম শাহিন, সাংবাদিক মানিক লাল  ঘোষ, ৭১’র চেতনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শবনম জেবীন, সহ-সভাপতি মাইনুল হাসান মৃধা, জিয়াউর রহমান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সিকদার শাহেদুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক এসএম নাজমুল করিম নাহিদ, বাংলা কলেজের সভাপতি ফয়সাল হোসেন  নোলক। বক্তারা বলেন যে, বাঙালি জাতির জীবনে ৫২, ৬৬, ৬৯-এর মতোই ৬২ সালের শিক্ষা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু ৬২’র শিক্ষা আন্দোলন নতুন প্রজন্মের অনেকের কাছেই অজানা। সার্বজনীন শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ এবং দিবসটির তাৎপর্য সকলের নিকট তুলে ধরতে ১৭ই সেপ্টেম্বরকে জাতীয় শিক্ষা দিবস ঘোষণার দাবি জানান বক্তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status