অনলাইন

মানবজমিনকে কলকাতার ফোকশিল্পী সরণি

'ভালোবাসার মানুষের জন্য নতুন গান বুনোস্বপ্ন'

তারিক চয়ন

১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ১০:৩৬ পূর্বাহ্ন

কলকাতার ফোক গানের জনপ্রিয় ব্যান্ডদল মিলিপুট্স। দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশেও দলটির রয়েছে বহু ভক্ত-অনুরাগী।
আর সেই মিলিপুট্স এর ভোকালিস্ট সরণি পোদ্দার এবার গাইলেন একটু ভিন্নধর্মী গান।

গানটির নাম 'বুনোস্বপ্ন'। আজ মুক্তি পাওয়া গানটি শোনা যাচ্ছে ভারতের সব স্ট্রিমিং প্ল্যাটফর্ম এ। বাংলাদেশের সব মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এ-ও গানটি শোনা যাবে শিগগির।
গানটি প্রসঙ্গে কলকাতা থেকে সরণি ফোনে মানবজমিনকে বলেন, ভালোবাসার শুরুটা ঠিক কি রকম হয়? অনেক পুরনো সম্পর্কেও কি সেই প্রথম দিকের অনুভূতিগুলো অনুভব করা যায়? নিশ্চয়ই যায়, আমার মতে। জীর্ণ গাছের পাতায় লাগা দমকা হাওয়ার মত এক অনুভূতি। রোজকার একঘেয়েমিকে চুরমার করে দেওয়ার প্রবণতা। প্রিয়জনকে দেখতে পাওয়ার এক দানবিক ইচ্ছে। তাকে আরো কাছ থেকে ছুঁতে পাওয়ার চেষ্টা। সব মিলিয়ে, সবটা জড়িয়ে থাকা এক মানুষের অপেক্ষা। আবার কারো কারো কাছে, হাজার যোজন দূরে থাকা ভালোবাসার মানুষের জন্য মন উচাটন হাওয়া। প্রতিদিনের ঘটে যাওয়া, না গ্রাহ্য করা ঘটনার মাঝে শুধু তাকেই খুঁজে পাওয়া, এটাও ভালোবাসা। সেই সব ভালোবাসার মানুষের জন্য রইলো আমাদের নতুন গান ‘বুনোস্বপ্ন ‘ , সহজ ভাষায় সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম আমরা। নিজেদের ভালোবাসার মানুষদের সঙ্গে ভাগ করে নিন। ভালোবাসা বেঁচে থাকুক আমার আপনার মাঝে।

গানটির কথা লিখেছেন সরণি নিজেই। আর গিটারে ছিলেন দেবমাল্য দে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status